header banner

Petrol Diesel Price : পেট্রোল ও ডিজেলের দাম কত হলো ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : জীবনযাপনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে জ্বালানি। তাই রোজকার প্রয়োজনে হোক বা কৌতূহলের বশে- পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের দামে নজর রাখতেই হয়।  ২ জুলাই মঙ্গলবার দেশের সমস্ত রাজ্যে কত দর পেট্রোল ডিজেলের (Petrol Diesel Price) তা ঘোষণা করেছে তেল বিপণনকারী সংস্থাগুলি। এই দাম (Petrol Price) কমলে বা বাড়লে তাঁর প্রভাব পড়ে ভারতের বাজারে জ্বালানি তেলের (Petrol Diesel Price Today) দামে।

{link}

এই পেট্রোল ও ডিজেলের দাম সাধারণত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে। আজকে সারা দেশে কোথায় কত দরে বিকোচ্ছে পেট্রোল ডিজেল, দেখে নিন। অন্যান্য দিনের মত আজও ভোর ৬টায় তেল বিপণনকারী সংস্থাগুলি তাদের দাম প্রকাশ করেছে। ২০২৪ সালের মার্চ মাসে সারা দেশে লিটারে ২ টাকা হারে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছিল। সেই থেকে একই আছে জ্বালানি তেলের দাম। দিনের মধ্যে কোনও কোনও রাজ্যে এই দাম কমে বা বাড়ে, তবে বেস প্রাইস এখনও একই আছে। কিছুদিন আগে মহারাষ্ট্র সরকার পেট্রোল ডিজেলের বিক্রয় কর কমিয়ে দেওয়ায় দাম এক ধাক্কায় কমে আসে অনেকটাই।

{link}


এই জেলাগুলিতে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের :

আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা, অন্য দিকে, আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯১.৭৬ টাকা। 
হুগলিতে পেট্রোলের দাম লিটারে ১০৫.৫৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৩৫ টাকা।
জলপাইগুড়িতে পেট্রোলের দাম লিটারে ১০৫.৩০ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.০৮ টাকা।
বাঁকুড়াতে আজ পেট্রোলের দাম লিটারে ১০৫.৩৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.১৬ টাকা।
বীরভূমে পেট্রোলের দাম লিটারে ১০৫.৬৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৪৫ টাকা।
দক্ষিণ দিনাজপুরে আজ পেট্রোলের দাম লিটারে ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.১৮ টাকা।
উত্তর ২৪ পরগণায় পেট্রোলের দাম লিটারে ১০৫.৪৩ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.২০ টাকা।
নদিয়ায় আজ পেট্রোলের দাম লিটারে ১০৬.৪৪ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩.১৫ টাকা।

{ads}

 

News Breaking News West Bengal Petrol Diesel Price Kolkata Hooghly Jalpaiguri Bankura Birbhum South Dinajpur North 24 Parganas Nadia Government সংবাদ

Last Updated :