header banner

Makar Sankranti: অপর নাম উত্তরায়ণ সংক্রান্তি! পিঠে ও পৌষ পার্বনের তাৎপর্য জানেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  আর বেশিদিন বাকি নেই পৌষসংক্রান্তি উৎসবের। এক নজরে জেনে নেওয়া যাক এই উৎসবের তাৎপর্য ও ইতিহাস। প্রসঙ্গত, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হল ভারতীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসব। এই দিনটি পৌষ মাসের শেষের দিন পালিত হয়।  মকর সংক্রান্তি হল একটি হিন্দু উৎসব, যা সূর্যের মকর রাশিতে প্রবেশের দিন পালিত হয়। এই দিনটি শীতের সমাপ্তি ও ফসল কাটার উৎসব হিসেবে পরিচিত। মকর সংক্রান্তির ইতিহাস সম্পর্কে কিছু তথ্য রইল নিম্নলিখিত -

এই সংক্রান্তির দিন থেকেই দক্ষিণ গোলার্ধে দিন শেষে রাত নামা শুরু হয় ও উত্তর গোলার্ধে ভোরের আলো ফুটতে থাকে। শাস্ত্রীয় মতে যেহেতু উত্তর গোলার্ধে দেবতাদের বাস সেহেতু দীর্ঘ রাত্রি যাপনের পর দেবতাদের নিদ্রা ভঙ্গের সময়। পৌষ সংক্রান্তির এই দিনেই শাস্ত্রীয় আচরণ বিধি মেনে বৈদিক ক্রিয়া কর্মের মধ্য়ে দিয়ে দেবতাদের নিদ্রা ভঙ্গের আয়োজন করা হয়। মকর সংক্রান্তি বাংলায় পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। 

{link}

  পৌষ সংক্রান্তি সম্পর্কে কিছু তথ্য: 

  পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হল একটি নতুন ফসল ঘরে তোলার উৎসব। 

  এই দিনটি হিন্দু পঞ্জিকায় 'উত্তরায়ণ সংক্রান্তি' নামেও পরিচিত। 

  এই দিনটি সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশের দিন। 

  এই দিনটি সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বহন করে। 

  এই দিনটি ঘিরে বাঙালি সংস্কৃতিতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। 

  এই দিনে নানা রকম পিঠে, পায়েস, মিষ্টান্ন খাওয়ার মধ্য় দিয়ে পৌষ পার্বণ পালন করা হয়।

  পিঠা ও পৌষ সংক্রান্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দিনে আবহমান গ্রাম বাংলায় নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে।

{ads}

Poush Parbon Pitha Puli Poush Parbon Festival Bengali News Makar Sankranti News Makar Sankranti 2025 Pitha পিঠে পুলি পৌষ পার্বণ পৌষ পার্বণ ২০২৫

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article