header banner

Kolkata Earthquake: শুক্রবার সকালে ভূ-কম্পনে কেঁপে উঠল শহর থেকে জেলা! এটির উৎস কোথায় জানেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকাল ১০টা নাগাদ হঠাৎ দুলে ওঠে ঘরের সিলিং ফ্যান। বোতলে রাখা জলও কিছুটা কেঁপে ওঠে। দ্রুত মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কলকাতায় হঠাতই তীব্র ভূমিকম্পের ধাক্কা। সকালে কার্যত কেঁপে উঠল সম্পূর্ণ শহর। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সকাল দশটা দশ নাগাদ কেঁপে ওঠে আচমকাই। কম্পন বুঝতে পেরেই আতঙ্কে কেঁপে ওঠেন স্থানীয়রা। বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। সল্টলেক অফিস পাড়ায় কর্মীরা তৎক্ষণাৎ টের পেয়েই নীচে নেমে আসেন। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কেবল কলকাতা নয়, শুক্রবার সকালে কলকাতার সঙ্গে একইভাবে ভূ-কম্পনে কেঁপে উঠেছে রাজ্যের একাধিক জেলা। একইসঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। 

{link}

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের ঘোরাশাল। সেই কারণেই ভারতের তুলনায় বাংলাদেশে এই ভূমিকম্পের প্রভাব বেশি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতেও তীব্র কম্পন অনুভূত হয়। শুক্রবার ভোরে কেঁপে ওঠে পাকিস্তান। একাধিক সংবাদ মাধ্যমের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, পাকিস্তানেও ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্প স্পষ্টভাবেই শুক্রবার সকালে একটি বড়সড় উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। 
{ads}

Earthquake News Kolkata Bangladesh Pakistan Friday Earthquake West Bengal Bengali News Earthquake ভূমিকম্প কলকাতা ভূমিকম্প ভূমিকম্প খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article