header banner

'যেটা ভুল সেটা ভুল' আবাস যোজনায় দুর্নীতি নিয়ে স্পষ্ট মন্তব্য দেব-এর

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ‘যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দলের লোকই করুক না কেন’, মঙ্গলবার সকালে সরাসরি মন্তব্য সাংসদ দেব-এর। দাসপুর থানার চাইপাট হাই স্কুল মাঠে দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এমপি কাপ ২০২৩ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন সাংসদ দীপক অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার দীনেশ কুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও অনির্বান সাহু, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দলুই, সহ-সভাপতি আশিস হুতাইত, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক সহ অন্যান্য ব্যাক্তিবর্গরা। 

{link}
চারটি দলকে নিয়ে এমপি কাপ ২০২৩ ক্যাম্বিস ক্রিকেট টুর্নামেন্ট হয় অংশগ্রহণ করে এসডিপিও একাদশ ডেবরা একাদশ দাসপুর ১ ও দাসপুর ২ একাদশ। এই অনুষ্ঠানেই আবাস দূর্নীতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেবের উত্তর, যেটা ভুল সেটা ভুল, সেটা যে দলের লোকই করুক না কেন। তার মতে যাদের মাথার উপর ছাদ নেই, তাদেরই বাড়ি পাওয়া উচিত। যাদের তিনতলা বাড়ি রয়েছে তারা বাড়ি পেয়ে যাচ্ছেন, এটা গ্রহনযোগ্য নয়। এছাড়াও প্রজাপতি সিনেমা না দেখে, দেব মিঠুন নিয়ে সাংবাদিকদের বিতর্ক না সৃষ্টি করারও অনুরোধ করেছেন সাংসদ অভিনেতা। 
{ads}

news Awas Yojna Corruption Dev politics West Bengal সংবাদ

Last Updated :