শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নিজের শারীরিক যন্ত্রনা আর নিতে পারছিলো না মাত্র ২৯ বছরের বাপি মালিক। বাপি শ্বাসকষ্টে ভুগছিল। অবশেষে নিজেই নিজেকে শেষ করে দিলেন। বাথরুমে ঢুকতেই চোখ কপালে উঠে গেল হাসপাতালের কর্মীদের। চোখের সামনে একেবারে হাড়হিম করা দৃশ্য।
{link}
গলায় গামছা দিয়ে ঝুলছে রোগী! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় উলুবেড়িয়া (Uluberia) শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে (Sarat Chandra Chattopadhyay Govt. Medical College & Hospital)। মৃত রোগীর নাম বাপি মালিক (২৯)। ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। বাপির বাড়ি উলুবেড়িয়া বীরশিবপুর রাউতা এলাকায়। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বাপি। হাসপাতালেই চলছিল চিকিৎসা।
{link}
হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন, এদিন দুপুর তিনটে নাগাদ বাথরুমে যেতে দেখা গিয়েছিল বাপিকে। কিন্তু, সেই বাথরুম থেকেই যে শেষ পর্যন্ত তাঁর নিথর দেহ বের হবে ভাবতে পারছেন না কেউই। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। পরিবারের সন্দেহ আত্মহত্যা করছে তাঁদের ছেলে। মৃতার মা আরতি মালিক বলছেন, “ও খুবই কষ্ট পাচ্ছিল। ও মনে হয় যন্ত্রণা সহ্য করতে পারেনি। চিকিৎসাও চলছিল।" তিনি আরও জানান, হয়তো কষ্ট সহ্য করতে না পেরেই ওর এই আত্মাহত্যা।