header banner

কোথা থেকে এলো এতো টাকা!! এখনও শৈলেশের কাণ্ড বিশ্বাসই হচ্ছে না স্থানীয়দের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার মন্দিরতলার যে ফ্ল্যাট থেকে রবিবার রাতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা উদ্ধার হয়েছে সেই ঘটনায় রীতিমতো হতবাক স্থানীয় মানুষ এবং প্রতিবেশীরা। কার্যত এই বিপুল পরিমান যে টাকা উদ্ধার হয়েছে, তা যেন এখনও বিশ্বাসই হচ্ছে না তাদের। ঘটনাটিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে সাধারন মানুষের মনে। প্রশ্ন উঠছে এতো কম সময়ের মধ্যে পুলিশের মাত্র ৫/৬ জন অফিসার মিলে কি করে ৬ কোটি টাকা গুনে ফেললেন টাকার মেশিন সঙ্গে না আনা সত্বেও? এই প্রশ্ন নিয়েই দেখা দিয়েছে বিপুল পরিমান ধোঁয়াশা। কি করে এতো টাকা কয়েকজন মিলে গুনে ফেলে ফ্ল্যাট সিল করে দিয়ে সেই টাকা নিয়ে যাওয়া হল সেই নিয়ে হতবাক হয়েছেন তারা। 

{link}
স্থানীয় সূত্রে খবর পুজোর আগে শেষবার পান্ডে ও তার পরিবার এখানে এসেছিলেন। সর্বাধিক আশ্চর্যের ব্যাপার এইভাবে এত টাকা যে ঘরের মধ্যে গচ্ছিত করে রাখা ছিল তা তারা ভাবতেও পারছেন না। পুলিশ এসে একটি কালো রঙের এবং লাল রঙের লাগেজে করে ওই টাকা বার করে নিয়ে যান সেটা তারা দেখেছেন। এবং ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে। এই কোটি কোটি টাকার উৎস কোথায় এবং কিভাবে এতো টাকা এখানে গচ্ছিত রাখা হলো তা নিয়ে সাধারণ মানুষের কৌতুহল সৃষ্টি হয়েছে। একাধিক যুক্তিসম্মত প্রশ্ন উঠলেও বাস্তবিকভাবেই উত্তর প্রায় সব প্রশ্নেরই এখনও অধরাই। 
{ads}

news Howrah money 6 Crore Shailesh Pandey Police black money সংবাদ

Last Updated :