header banner

Abhishek Banerjee: সম্পত্তির খতিয়ান চাইলে সমস্যা কোথায়, অভিষেক কে ইডির তলবের ইস্যুতে কড়া কোর্ট

article banner

Abhishek Banerjee: প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে হিসেব বহির্ভুত অর্থের অভিযোগ। অভিযোগ থাকলে ডিরেক্টর বা সিইওকে জিজ্ঞাসাবাদে অসুবিধে কোথায় আপনি সিইও হলে যে নথি চাওয়া হয়েছে, তা দিয়ে দিন। ১৮৮ এ, হরিশ মুখার্জি রোডের সম্পত্তির খতিয়ান সিঙ্গল বেঞ্চ চাইলে সমস্যা কোথায় আপনি সাংসদ, আপনার সম্পত্তির খতিয়ান তো নির্বাচন কমিশনকেও দিতে হয়। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব মামলার পর্যবেক্ষণে এমনই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নথির তথ্যে সন্তুষ্ট না হলে তবেই অভিষেককে ডাকা হোক, ইডিকে প্রস্তাব আদালতের। অবশ্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক।      

{ads}

news Abhishek Banerjee ED Calcutta High Court সংবাদ

Last Updated :