header banner

BJP : নতুন রাজ্য সভাপতি নাম কবে ঘোষণা হবে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা কবে? এখন এই প্রশ্নটি রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির রাজ্য সভাপতির পদে দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে জোরকদমে আলোচনা পর্ব চলছে। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কি আবার দলের রাজ্য সভাপতি পদে থাকবেন, নাকি বিজেপি নতুন কাউকে দায়িত্ব দেবে—এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) কিছু ইঙ্গিত দিয়েছেন, যা থেকে কিছুটা আঁচ করা যাচ্ছে। বৃহস্পতিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, ‘আমার কাছেও দলের কর্মীরা এই প্রশ্ন করছেন। তবে এটি দলের সর্বোচ্চ নেতৃত্ব-ই সিদ্ধান্ত নেবেন। সেটা সময় মতো এবং নিয়ম মেনেই হবে।’ তিনি আরও বলেন, ‘কথাবার্তা চলছে, তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি।’ দিলীপ ঘোষের এই মন্তব্য থেকে স্পষ্ট যে, রাজ্য সভাপতির পদ নিয়ে আলোচনা শুরু হলেও, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, সবকিছুই সঠিক সময়ে এবং দলের শৃঙ্খলা মেনে সিদ্ধান্ত হবে

{link}

দিলীপ ঘোষ আরও বলেন, ‘বিজেপিতে প্রতি তিন বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয়। সেটা চলছে। শুধু এ রাজ্যে নয়, সব রাজ্যের ক্ষেত্রেই প্রক্রিয়া এক। সর্বভারতীয় নেতারা যাতে উপযুক্ত মনে করবেন, তাঁকে দায়িত্ব দেবেন। আমাদের আগামী বছর নির্বাচন বলে হয়তো মনে হচ্ছে। আমাকেও কর্মীরা বলেছেন, দাদা নতুন রাজ্য সভাপতি নাম কবে ঘোষণা হবে? আমি অপেক্ষা করতে বলেছি। দলের উপর আস্থা রাখতে বলেছি।’ কিন্তু দলের অভ্যন্তরে অনেকেই মনে করছেন, আগামী নির্বাচনের আগে কোনও ধরনের হঠাৎ পরিবর্তন চায় না বিজেপি। এদিকে, দিলীপ ঘোষের সক্রিয় ভূমিকা দেখে অনেকেই মনে করছেন, পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে তাঁকেও আবার দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও দিলীপ ঘোষ নিজে এই বিষয়ে কিছু বলতে চাননি। তিনি জানান, ‘আমি গত ১০ বছর একই রকম ফর্মে আছি। যারা আমাকে জানেন না, তারা হয়তো এই কথা বলতে পারেন।'রাজ্য সভাপতি নিয়ে এই সিদ্ধান্ত কবে হবে, সে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ আরও জানান, ‘নমিনেশন পর্বের পর রাজ্য সভাপতি নির্বাচন হবে। এই নমিনেশন এখনো হয়নি, তবে একবার নমিনেশন শুরু হলে খুব শিগগিরই নির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে।’

{link}

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর, সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর থেকে অনেক সময় গড়িয়েছে, এবং সুকান্তের নেতৃত্বে বিজেপি রাজ্য রাজনীতিতে অনেক কিছু অর্জন করেছে। তবে এখন দলের অন্দরে এই বিষয়টি নিয়ে চর্চা চলছে। কেউ কেউ মনে করছেন, সুকান্ত মজুমদারকে আগামী বিধানসভা ভোট পর্যন্ত রাখা হতে পারে, কারণ দল নতুন করে কোনো ঝুঁকি নিতে চায় না। তবে, দলীয় সংগঠন এবং বিভিন্ন জেলা সভাপতিদের নাম ঘোষণার পর যেসব ক্ষোভ দেখা দিয়েছে, তা আগামী ভোটের আগে যেন আরও বাড়িয়ে না দেওয়া হয়, এই চিন্তা থেকেই হয়তো বিজেপি নতুন কোনো ঝুঁকি দিতে চাইছে না। সবমিলিয়ে, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে অপেক্ষা বাড়ছে। দিলীপ ঘোষের কথায়, ‘সব সিদ্ধান্ত দিল্লি থেকেই নেওয়া হবে,’ তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাই দিল্লির দিকেই তাকিয়ে রয়েছেন।

{ads}

News Sukanta Majumdar Breaking News BJP সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article