header banner

নদী পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দামোদরের জলে পড়লো মারুতি ভ্যান

article banner

নিজস্ব সংবাদদাতা, পুর্ব বর্ধমানঃ কাঠের সেতু দিয়ে নদী পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে  দামোদরের জলে পড়ে গেল একটি মারুতি ভ্যান। সোমবার ঘটনাটি ঘটেছে দামোদর নদের উপর গলসি থানার শিল্যাঘাটের কাছে। ঘটনায় আহতের সংখ্যা ৮। আহত ব্যাক্তিদের উদ্ধার করে গলসি হাসপাতালে নিয়ে যাওয়া  হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

{link}

জানা গিয়েছে, সোমবার সকালে পুর্ব বর্ধমান থেকে একটি যাত্রী বোঝাই  মারুতি ভ্যান বিয়ে বাড়ি যাবার উদ্দেশ্যে বাঁকুড়ার দিকে রওনা দিয়েছিল। ভ্যানে ২ জন শিশু সহ মোট ৮ জন যাত্রী ছিল।গলসি থানার শিল্যাঘাটের কাছে অস্থায়ী একটি সংকীর্ণ কাঠের সেতু দিয়ে দামোদর নদ পারাপারের সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত  ভ্যানটি দামোদরের জলে পড়ে যায়।  এরপর স্থানীয়রা প্রাথমিক ভাবে উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাঁকুড়ার  পাত্রসায়ের থানা ও গলসি থানার পুলিশ । তারা যৌথ ভাবে নদীর জল থেকে আট জন যাত্রীকে উদ্ধার করে। এরপর আহত ব্যাক্তিদের প্রথমে গলসি হাসপাতালে  নিয়ে যাওয়া হয় এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা বর্ধমান মেডিক্যাল কলেজে  চিকিৎসাধীন রয়েছে।

{ads}

news accident east burdhaman west bengal সংবাদ

Last Updated :