header banner

West Bengal SIR: ভোটের আগে কেন SIR? প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা মতোই SIR নিয়ে কলকাতা হাই কোর্টে হলো জনস্বার্থ মামলা। অভিযোগ করা হলো নির্বাচনের আগে কেন তাড়াতাড়ি SIR এর সিদ্ধান্ত? মামলাকারীর দাবি, এসআইআরের সময়সীমা বাড়ানো হোক। আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা। গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। আমজনতার মনে হাজার হাজার প্রশ্ন। তৃণমূলের দাবি, ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ছাব্বিশের আগে এসআইআর। এই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এরই মাঝে শুক্রবার কলকাতা হাই কোর্টে এসআইআর নিয়ে মামলা দায়েরের অনুমতি চান মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

{link} 

  জানা গিয়েছে, মামলাকারী SIR-এর সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। আদালতের নজরদারিতে SIR করার কথাও বলেছেন। পাশাপাশি কেন SIR প্রয়োজন? তা স্পষ্ট করার কথাও বলেছেন। একইসঙ্গে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আর্জি করেছেন তিনি। প্রসঙ্গত, ২০০২ সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল। সেই মোতাবেক এবারের এসআইআরে ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। যাঁদের নাম সেই বছরের তালিকায় রয়েছে, তাঁদের আর কোনও অতিরিক্ত নথি দেখাতে হবে না বলে জানানো হয়েছে।

{ads}

SIR Election Commission West Bengal West Bengal SIR News Election News Election 2026 সংবাদ খবর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article