header banner

'আমি ঘর পাব না কেন?'- জগৎবল্লভপুরে কল্যাণে ঘোষের গাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ জগৎবল্লভপুরে একটি কর্মসূচীতে যাওয়ার পথে দলীয় কর্মীর ক্ষোভের মুখে হাওড়া সদরের তৃণমূল সভাপতি তথা ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। শনিবার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায় একটি রক্তদান শিবিরে এসে ক্ষোভের মুখে পড়েন কল্যাণ। তার গাড়ির সামনে শেখ সইদুল নামে এক কর্মী নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন তৃণমূল করতে গিয়ে জেল খেটেছি অথচ নেতারা আমায় দেখে না। আমি কষ্ট করে থাকি কিন্তু আমি ঘর পাইনি। সবাই পাচ্ছে আমি কেন পাব না? রীতিমতো উত্তপ্তভাবে তার গাড়ির দিকে ছুটে যান তৃণমূল কর্মী। এই মন্তব্যের পর অন্য তৃণমূল কর্মীরা সইদুল কে সরিয়ে নিয়ে যায়। পরে এই প্রসঙ্গ কল্যাণ ঘোষ কে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেজন্য তারা পথে নেমেছেন। ব্যাপারটি কে কেন্দ্র করে যে কিছুটা ধাক্কা খেয়েছে হাওড়া সদরের তৃণমূল সভাপতির ভাবমূর্তী, তা জনসমক্ষে স্পষ্ট। এরকমটা হবে বোধহয় তিনি নিজেও আশা করেননি। ইতিমধ্যেই হাওড়ায় রাজনৈতিক মহলে ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই প্রতিবাদের পর বাড়ি কি পাবেন তৃণমূল কর্মী? 

{ads}

news Kalyan Ghosh Jagatballabhpur West Bengal TMC সংবাদ

Last Updated :

Related Article

Latest Article