header banner

Suvendu Adhikari: এবারেও কী নন্দীগ্রাম থেকেই লড়াই করবেন বিজেপির হেভিওয়েট? মিলল বড় ইঙ্গিত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারও কি শুভেন্দু নন্দীগ্রামেই দাঁড়াবেন? সেই সম্ভাবনায় তীব্র হচ্ছে। একুশের সেই নির্বাচনের ফলের কথাই শুক্রবার নন্দীগ্রামে গিয়ে মনে করালেন বিধানসভার বিরোধী দলনেতা। গতকাল নন্দীগ্রামে একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসে তিনি বলেন, “খেলা হবে। একুশের মতো খেলা হবে। একুশে খেলা হয়েছিল নন্দীগ্রামে। আবার হবে। খেলো তোমরা দেখতে থাকবে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।” ছাব্বিশের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির প্রার্থী কারা হবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। কোনও দলই এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। শুভেন্দুর এই মন্তব্যের পর জল্পনা বাড়ছে, তাহলে কি বিধানসভার বিরোধী দলনেতা-ই ফের প্রার্থী হবেন নন্দীগ্রামে? নাগরিক মহলের ধারণা সেই সম্ভাবনায় তীব্র।

{link}

  একেই শুভেন্দু নন্দীগ্রামের ভূমিপুত্র। স্বাভাবিক কারণেই সেখানে তার নিজস্ব অনেক ভোট আছে। শুভেন্দুর মুখে খেলা হবে স্লোগান নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না ঘাসফুল শিবির। নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান বলেন, “নন্দীগ্রাম-সহ পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে দিদির উন্নয়নের পাঁচালিকে মেনে নিয়েছেন এবং নন্দীগ্রামে সেবাশ্রমে যেভাবে হাজার হাজার মানুষ পরিষেবা পাচ্ছে, এগুলো দেখে শুভেন্দু অধিকারী হতাশ হয়ে গিয়েছেন। তাই দিদির খেলা হবে স্লোগানকেও শুভেন্দু অধিকারী ব্যবহার করা শুরু করেছেন।" কিন্তু শুভেন্দুর ধারণা মমতার মতো হেভি ওয়েট যখন হেরেছে, তখন আর কেউ ওখানে শুভেন্দুকে হারাতে পারবে না।

{ads}

Subhendu Adhikari Nadigram Election Assembly Elections Mamata Banerjee TMC BJP WB Elections 2026 সংবাদ রাজনীতি বিজেপি বনাম তৃণমূল নন্দীগ্রাম

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article