header banner

Parliament News: শুরু সংসদে শীতকালীন অধিবেশন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবারের শীতকালীন অধীবশন যে নরমে গরমে ভালো হবে তার ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে। অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে ৫টি নতুন বিল আনা হবে। যেখানে ওয়াকফ (সংশোধন) সহ আরও ১১টি বিল আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ মোট ১৬টি বিল থাকবে, যেগুলো সরকার এই অধিবেশনে পাস করার প্রস্তুতি নিচ্ছে। বিরোধীরাও প্রস্তুত মনিপুর (Manipur), গৌতম আদানি ইস্যু নিয়ে।

{link}

ঝাড়খন্ড (Jharkhand) বিরোধীদের নতুন অক্সিজেন দেবে। সরকার পক্ষের হাতে আছে মহারাষ্ট্র ইস্যু। তারাও ছবিরে দেবে না। এদিকে প্রিয়াঙ্কা আজ প্রথম ঢুকছে সংসদ ভবনে। ৫টি নতুন বিল আনা হবে। যেখানে ওয়াকফ (সংশোধন) সহ আরও ১১টি বিল আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ মোট ১৬টি বিল থাকবে, যেগুলো সরকার এই অধিবেশনে পাস করার প্রস্তুতি নিচ্ছে। শীতকালীন অধিবেশন যে অশান্ত হতে পারে তা বিরোধী দলগুলোর মনোভাব থেকেই স্পষ্ট। 

{link}

নানা কারণেই এবারের অধিবেশ বেশ উত্তেজনাময় হতে চলেছে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, আদানিসহ  মণিপুর, উত্তর ভারতে দূষণ ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা করতে চায় বিরোধীরা। বায়ু দূষণ নিয়ে আলোচনার জন্য জিরো আওয়ারের নোটিস দিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রঞ্জিত রঞ্জন। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে আলোচনার দাবি করেছেন।

{ads}

 

News Breaking News Jharkhand West Bengal Winter session Parliament Winter Session সংবাদ

Last Updated :