header banner

সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১১.৭ ডিগ্রিতে, বাঁকুড়ায় জেলা জুড়ে শীতের আমেজ

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: কথাতেই আছে, ‘শীত কাতুরে বাঙালি’, শহরে শীতের আমেজ যে বাঙালিকে এই মরশুমের প্রেমে কাতর করে তোলে, তা বলাই বাহুল্য। বাংলা ক্যালেণ্ডারের হিসেবে শনিবার, ১ পৌষ থেকেই শীতের শুরু। কিন্তু এই বছর উল্লেখযোগ্যভাবে তার এক মাসের বেশী সময় আগে থেকেই শীত উপভোগ করছেন বঙ্গবাসী। তবে তার ওঠানামার কারনে বেশ কিছুটা গোঁসাও জমছে বাঙালির মনে। তবে হ্যাঁ শীত উপভোগ করছেন অধিকাংশ বঙ্গের জেলাগুলি। যার মধ্যে অন্যতম রাঢ় বাংলার অন্যতম জেলা বাঁকুড়ার। শীতের আমেজ কার্যত পেয়ে বসেছে বাঁকুড়ার মানুষজন কে।

{link}
শনিবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, সর্বোচ্চ ২৬ ডিগ্রী সেলসিয়াস। যদিও গত কয়েক দিন ধরে এই জেলায় সকাল ও সন্ধ্যার পর দিকে শীতের তীব্রতা বাড়লেও দিনের বেলায় শীতলতা উধাও হয়ে গরম অনুভূত হচ্ছে। যার ফলে বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে অস্বস্তি। বাঁকুড়া খ্রীষ্টান কলেজ মাঠে প্রাতঃভ্রমণে বের হওয়া অনেকেই জানিয়েছেন, শীতটা সবে পড়তে শুরু করেছে। দারুণভাবে শীতের দিন গুলি তাঁরা উপভোগও করছেন। এখন দেখার শীতের মরশুম কতোটা উপভোগ্য হয়ে ওঠে এই বাঁকুড়াবাসীর কাছে। 

Titanium 2

news weather temperature Bankura Winter সংবাদ

Last Updated : 2 years ago