header banner

আগামী দু'মাসের মধ্যেই বাঁকুড়া-মশাগ্রাম রেল পথ জুড়তে চলেছে হাওড়ার সাথে

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আগামী দু'মাসের মধ্যেই বাঁকুড়া-মশাগ্রাম রেল পথ হাওড়ার সঙ্গে জুড়ে যাবে। ফলে সহজেই এলাকার মানুষ কলকাতায় পৌঁছাতে পারবেন। কেন্দ্রীয় রেল মন্ত্রী স্বয়ং তাঁকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন। বাঁকুড়ার সাধারন মানুষ ও নিত্যযাত্রীদের জন্য সুখবর নিয়ে এলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। একাধিকবার এবিষয়ে রেল মন্ত্রীকে তিনি চিঠি দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ। একই সঙ্গে এবিষয়ে তাঁকে লেখা রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি চিঠি দেখিয়ে নিজের ফেসবুক পেজে ঐ চিঠি শেয়ার করবেন বলেও জানিয়েছেন তিনি।

{link}
প্রসঙ্গত, বাঁকুড়া-মশাগ্রাম রেলপথ এক সময় বি.ডি.আর হিসেবে পরিচিত ছিল। এক সময় ন্যারোগেজ, পরে ব্রডগেজ হয়। সিঙ্গল লাইনে এই পথে ট্রেন চলাচল করলেও বর্তমানে বিদ্যুতের সাহায্যেই ট্রেন চলাচল করে। এই রেলপথকে হাওয়ার সঙ্গে যুক্ত করার দাবি দীর্ঘদিনের। বাঁকুড়ার প্রাক্তন সিপিআইএম সাংসদ, ইউ.পি.এ সরকারের আমলের রেলওয়ে স্ট্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়াও এবিষয়ে বারবার বিশেষ উদ্যোগী হয়েছিলেন। কিন্তু তা সফল করে উঠতে পারেননি। তবে আজ তা সফল হল সৌমিত্র খাঁর জমানায়। এই প্রসঙ্গে রেল যাত্রী দেবাশীষ ব্যানার্জী বলেন, এই পরিষেবা চালু হলে একটা বড় অংশের মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে সময় ও খরচ দুই-ই কমবে বলেও তার ধারনা। অন্যদিকে আর এক নিত্যযাত্রী জীতেন টুডু বলেন, উপকার তো হবেই। তবে সিঙ্গেল লাইনের উপর এক্সপ্রেস ট্রেন চালাতে গিয়ে সময়ের হেরফের যেন না হয় যাত্রীদের কথা ভেবে সেবিষয়টিও নজরে রাখতে হবে। বাস্তবিকভাবে এই সংবাদ প্রকাশিত হওয়ায় খুশির হাওয়া রেলের নিত্যযাত্রীদের মধ্যে। 
{ads}

news Bankura Indian Railways Bankura. West Bengal সংবাদ

Last Updated :