header banner

রাজ্য জুড়ে একাধিক জেলায় মূল্যবৃদ্ধি ও দূর্নীতির প্রতিবাদে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের

article banner

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের। হাওড়া জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ আরও একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল হাওড়ায়। কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধাচরন সহ বিলকিস বানোর সাজাপ্রাপ্ত ধর্ষণকারীদের নিলজ্জ মুক্তির প্রতিবাদে শুক্রবার মহিলা মিছিলের নেতৃত্বে ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নন্দিতা চৌধুরী। দীর্ঘ এই মিছিলে বিপুল সংখ্যক মহিলা সমর্থকদের উপস্থিতি ছিল। 

{link}
একইভাবে বিলকিস বানো ধর্ষণ করার পরে অভিযুক্তদের মুক্তির প্রতিবাদে ও পেট্রোল ডিজিটাল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিটি রোডের সোদপুর মোড় থেকে পানিহাটি বাগান পর্যন্ত ধিক্কার মিছিল আয়োজন করা হয়। এই ধিক্কার মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের নেত্রী তথা সংসদ মালা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী তন্দ্রা ঘোষ সহ অন্যান্য মহিলা নেত্রীরা। এদিনের তৃণমূল মহিলাদের সাথে প্রতিবাদী এই মিছিলে পা মেলালেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান নির্মল ঘোষ সহ পানিহাটির অন্যান্য নেতৃবৃন্দ। এখন এই মিছিল দ্বারা তৃণমূল কংগ্রেস রাজ্য রাজনীতিতে কি বার্তা দিতে চাইছে তাই মনে প্রশ্ন তুলেছে বিরোধীদের। 
{ads}

news TMC Trinamool Congress Price Hike BJP Protest West Bengal সংবাদ

Last Updated : 3 years ago