header banner

Saayoni Ghosh : সায়নী ঘোষের মুখের সামনে প্রতিবাদ জানালেন মহিলারা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মোজে আছে, পৌরসভা কে বারে বারে জানিয়ে কোন কাজ হয়নি, এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোন দলকে ভোট দেবোনা সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে সোনারপুর-রাজপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটুক্তি করে প্রতিবাদ জানালেন।মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর পরে সায়নী ঘোষ জানালেন জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে । রাস্তা করা হচ্ছে । জলের ব্যবস্থাও করা হবে। ড্রেন পরিষ্কার করে দেওয়া ও হবে। সায়নী ঘোষের মুখের সামনে এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভার বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী । তিনি জানিয়েছেন এলাকার মানুষদের বক্তব্য যথার্থ তিনি তা সমর্থন করেন। কারণ আগের যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি, এলাকা ঘুরেও দেখেননি, এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি। তাই আজকের চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে। কিছু করার নেই কাজ না করলে শুনতে তো হবেই। মানুষ তো আর চুপচাপ বসে থাকবে না।

{ads}

News Politics Politician Election Lok Sabha Election Election 2024 TMC Mamata Banerjee CM West Bengal Saayoni Ghosh Indian film actress Women Protest সংবাদ

Last Updated :