header banner

বাজিতেই কি পুড়ল কাঠ চেরাই কারখানা ?

article banner

কালীপুজোর রাত , হাইকোর্টের নির্দেশ না মেনে বাজির দাপট আর সেই রাতেই ভয়াবহ আগুন লাগল হাওড়ার একটি কাঠ চেরাই মিলে ।রাত্রি দেড়টা নাগাদ বেনারস রোড ও কোনা রোডের সংযোগ স্থলে অবস্থিত এই শ-মিলে আগুন লাগে ।দমকলের দুটি ইঞ্জিন প্রথমে ঘটনা স্থলে আসে ততক্ষনে পুরো মিল জুরে আগুন ছড়িয়ে পরে।আগুন ছড়িয়ে পরে সংলগ্ন গুদামে তারপর সেটি ব্যাপক আকার ধারন করে।

পরবর্তী সময়ে দমকলের আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় , মোট পাঁচটি ইঞ্জিন প্রায় চার ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।অগ্নিকাণ্ডের জেরে মিলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে সম্ভবত বাজির আগুন থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে এবং দমকল কর্মীদের অনুমান সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সেই অর্থে ছিলনা । প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।এই এলাকার আশেপাশে আরও অনেক কাঠচেরাই কল রয়েছে ,আসবাব পত্রের দোকান রয়েছে ,সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল ।শেষ পর্যন্ত দমকল কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে ।আগুন লাগার সঠিক কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে ।{ads}
 

wooden wooden firm crackers sound crackers recipe massive attack light my fire teardrops on the fire massive attack massive attack light my fire live howrah wood mills wood sawmill sawmill machine woo

Last Updated :