header banner

RMHP বিভাগে কর্মরত অবস্থায় শ্রমীকের মৃত্যু, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ১০ দিনে মৃত্যু বেড়ে ৪

article banner

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ফের মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। বৃহস্পতিবার নাইট শিফটে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে এক কর্মীর। গতকাল রাতে আরএমএইচপি (RMHP) বিভাগের অপারেশন উপবিভাগের স্থায়ী কর্মী আশুতোষ ঘোষালের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কর্মরত অবস্থায় তিনি কাটা পড়েছেন RMHP হাইলাইনে। সূত্রের খবর, গতকাল রাতে ওই বিভাগে একাই কাজ করছিলেন আশুতোষ। ১১টা বেজে ২০ মিনিট নাগাৎ ঘটনাটি ঘটে। রিক্লেমার চালানোর দায়িত্বে ছিলেন তিনি। বম্বে বেডের বিথ্রি বেল্টে কতো মাল যাচ্ছিল তা দেখার কাজ করছিলেন তিনি। তখনই কোনভাবে পা হড়কে পড়ে যান তিনি। তিন-চার টুকরো হয়ে যায় দেহ। দুর্ঘটনার খবর কতৃপক্ষের কাছে গিয়ে পৌঁছায় রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ। ডিএসপি-সিটুর সম্পাদকমন্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জী'র নেতৃত্বে ইউনিয়নের একটা টিম প্ল্যান্টে ঢুকে দেহ উদ্ধার করে। সম্পূর্ন দেহ উদ্ধার করতে রাত ৩টে পেরিয়ে যায়। 

{link}

এই ঘটনা প্রসঙ্গে হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স লিমিটেডের জেনারেল সেক্রেটারি রজত দিক্ষিত বলেন, কাজের সময় কাজের যায়গায় নিরাপত্তা আমরা সবসময় চাইছি। মৃত্যু সর্বদাই একটি দুর্ভাগ্যজনক ঘটনা। তা কখোনই কাম্য নয়। আমাদের কাছে সুরক্ষা সর্বদাই প্রথমেই সর্বাধিক গুরুত্বপূর্ন বিষয়। ম্যানেজমেন্ট মৃত ব্যাক্তির পরিবারের পাশে আছে। তবে মাত্র ১০ দিনের ব্যবধানে ৪ জনের মৃত্যুতে বাস্তবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্টিল প্ল্যান্টে। 
{ads}

news Durgapur Steel Plant Workers death সংবাদ

Last Updated :