header banner

Samik Bhattacharya : যোগ্য চাকরিহারাদের পাশে শমীক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিজেপি (BJP) পেয়েছে নতুন রাজ্য সভাপতি। শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি। তাকে কেন্দ্র করেই নতুন উৎসাহ তৈরী হয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশের মধ্যে। শনিবার বিজেপির সল্টলেক দফতরে ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধি হিসেবে সুমন বিশ্বাস-সহ কয়েকজন আসেন। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শমীক।

{link}

নিজেদের দাবি-দাওয়া বিজেপির রাজ্য সভাপতির হাতে তুলে দেন ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধিরা। এদিন শমীকের সঙ্গে দেখা করে সুমন বিশ্বাসরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যার কথা তাঁরা জানাতে চান। আগামী ১৮ জুলাই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। দমদমের সেন্ট্রাল জেলের মাঠে সভা করতে পারেন। চাকরিহারা জানিয়েছেন, প্রয়োজনে সব চাকরিহারাদের নিয়ে প্রধানমন্ত্রীর জনসভাতেও থাকবেন তাঁরা। ‘যোগ্য’ চাকরিহারাদের নিয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না বলে সরব হলেন সুমনরা।

{link}

অন্যদিকে ‘যোগ্য’ চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে শমীক বলেন, “তাঁরা তাঁদের সুখ দুঃখের কথা জানিয়েছেন। কিন্তু তাঁদের সঙ্গে কী আলোচনা হয়েছে, সেটা বলতে পারব না। যোগ্য চাকরিহারাদের আমরা পাশে রয়েছি। তবে তাঁদের আন্দোলনকে কোনও রঙে রাঙিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই।” প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হয়। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তবে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাস নিতে পারবেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা স্কুলে যেতে পারবেন না।

{ads}

News Breaking News BJP Samik Bhattacharya সংবাদ

Last Updated :