header banner

সচেতনতা বৃদ্ধির অভিনব প্রয়াসে এইচ ডি এস

দেশের ক্রমবিকাশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল স্বাস্থ্যব্যাবস্থার উন্নতি। অর্থনীতি এবং উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলে এই স্বাস্থ্যব্যবস্থা। কিন্তু করোনার আবহে বিপর্যস্ত দেশ সহ প্রত্যেক রাজ্যের স্বাস্থ্যব্যাবস্থা। তবে এই অতিমারী সবথেকে বেশি আঘাত করেছে  ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত মানুষদের। তাই এই ভয়াবহ পরিস্থিতিতে তাদের সচেতন করতে আজ বিশ্ব ডায়াবেটিস দিবসে বিশেষ পদক্ষেপ হাওড়া টাউন ডাইয়াবেটিস স্টাডি সোসাইটির। {ads}
এই প্রয়াসের উদ্দেশ্য হল করোনা পরিস্থিতিতে ডায়াবেটিস রোগীরা কিভাবে নিজেদের সুবক্ষিত রাখবেন সেই বিষয়ে বিশদভাবে তথ্য প্রদান করা। দক্ষিণ হাওড়ার নারায়না হাসপাতালের সম্মুখে পালন করা হয় এই অনুষ্ঠান। এই প্রয়াসের উদ্যোক্তা ছিলেন এইচ ডি এস এর প্রেসিডেন্ট জয়তি ভট্টাচার্য। অনুষ্ঠানটির উদ্বোধন করেন হাওড়া আদালতের পাবলিক প্রসিকিউটর সোমনাথ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন চিকিৎসক গুরুপ্রসাদ ভট্টাচার্য, সঞ্জয় সাহা, বিষ্ময় কুমার সহ সম্মানীয় ব্যাক্তিবর্গরা। একটি ট্যাবলোর মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বহুমূত্র রোগে আক্রান্ত ব্যাক্তিদের করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার নানান কৌশল এবং তথ্য প্রদান করা হয়। এছাড়াও বিতরণ করা হয় মাস্ক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। 
হাওড়া জেলার  খ্যাতনামা সংস্থাগুলির মধ্যে অন্যতম হল হাওড়া টাউন ডাইয়াবেটিস স্টাডি সোসাইটি। বিভিন্ন সময়ে অভিনব পদ্ধতিতে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইচ ডি এস। করোনার প্রকোপে যেখানে সংক্রমণের ভয়ে জর্জরিত গোটা রাজ্য সেখানে বিশ্ব ডায়াবেটিস দিবসে নেওয়া এই উদ্যোগ নিঃসন্দেহে সাহস জোগাবে অসংখ্য ডায়াবেটিস রোগীদের।  {ads}
 

World Diabetes Day Howrah Howrah Town Diabetes Study Society Corona situation West Bengal

Last Updated :