header banner

ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতিকে সুরক্ষিত রাখুন, বিশ্ব পরিবেশ দিবসে আবেদন ফিরহাদের

article banner

আজ বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষ্যেই কলকাতা পৌরসভার প্রশাসনিক প্রধান ফিরহাদ হাকিম আজকে জানিয়েছেন যে প্রকৃতি দিয়ে কখনোই ছেলেখেলা করা উচিত নয়। কারন প্রকৃতি যখন তার নিজ মূর্তি ধারন করবে তখন তার সামনে কিছুই কাজ করবে না। এর পাশাপাশি তিন বলেন প্রকৃতি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। প্রত্যেক মানুষের এই দায়িত্ব যে প্রকৃতিকে রক্ষা করা গাছ পোঁতা গাছ কে বাঁচানো আর গাছ না কাটা। কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ যাদের প্রকৃতিতে বাড়তে না পারে সেটা দেখার, জল দূষণ যাতে না হয় সেইটা দেখা এবং যাতে প্রত্যেক মানুষ সুস্থ ভাবে প্রকৃতিতে থাকতে পারে সেদিকে নজর রাখা 

{link}
আজ সকালে পরিবেশ দিবস উপলক্ষ্যে নিজের হাতে তিনি বৃক্ষ রোপন করেন চেতলা পার্কে। তার এই কর্মসূচি সম্পন্ন হওয়ার পরেই সাংবাদিকদের সম্মুখীন হয়ে দেওয়া সাক্ষাৎকারে উপরিউক্ত বক্তব্য রাখেন তিনি। বর্তমানে কিছু সময় আগে পর্যন্তও নিত্য নারদ কান্ডে গ্রেপ্তারের কারনে সংবাদমাধ্যমের খবরের শিরোনামে  ছিলেন তিনি। বর্তমানে ধীরে ধীরে তিনি আবার কলকাতা কর্পোরেশন এবং তার কর্মের ময়দানে ধীরে ধীরে ফিরছেন তিনি।

{link}
উল্লেখ্য বিষয় বর্তমান সময়ে মানুষের অত্যাধিক গাছ কেটে ফেলা ও নগরায়নের কারনে অত্যাধিক ক্ষতি হয়েছে পরিবেশের। সেই কারনেই বর্তমানে পৃথিবীতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়ে মানুষের বেঁচে থাকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সেই কারনেই বিশ্ব জুড়ে মানুষকে সচেতন করতে সারা বিশ্বে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সেই কারনের আজ বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেক মানুষের নিজস্ব দায়িত্ব প্রকৃতিকে আগলে রাখা আছে আজকে প্রকৃতির বিশ্ব পরিবেশ দিবসের বার্তা দিয়েছেন কলকাতার পুর প্রশাসক।  

{ads}

news world environment day environment 5th June Firhad Hakim Kolkata Municipal Corporation TMC news environment news পরিবেশ রাজনীতি সংবাদ

Last Updated :