নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: গ্রামে অথবা শহর অঞ্চলে বাড়ির চিলেকোঠার ঘরে চড়ুই পাখির আনাগোনা সর্বত্র। মনুষ্য বসতির আশেপাশেই দেখতে পাওয়া যায় এই ছোট্ট পাখিটিকে। কিন্তু যত দিন যা যাচ্ছে তত সংখ্যায় কমছে এই পাখি। কিন্তু পরিবেশের ভারসাম্যতা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি এই পাখি। সেই মর্মেই প্রতিবছর ২০ মার্চ পালিত হয় বিশ্ব চড়ুই দিবস।চড়ুই পাখি নিয়ে সচেতনতা প্রচার, পাখিটিকে বাঁচিয়ে রাখার বার্তা সবকিছুই পালিত এই দিনটিতে। সেই মর্মেই সোমবার বর্ধমান জুলজিক্যাল পার্কের বর্ধমান শাখার উদ্যোগে বর্ধমান শহরের রমনাবাগানে পালিত হলো বিশ্ব চড়ুই দিবস।
{link}
এর পাশাপাশি কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্ধমান জুলজিক্যাল পার্কের বর্ধমান ডিভিশনের পক্ষ থেকে আব্দুল মাসুদ বলেন, আগে মানুষেও বসতির মধ্যে ছোট গুলগুলি ছিল যেখানে চড়ুই পাখিরা বাসা বাঁধতো। কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন রেডিয়েশনের জন্য চড়ুই পাখির সংখ্যা কমে যাচ্ছে।আমাদের তরফ থেকে প্রতি বছর বনসৃজন বাড়ানোর জন্য বৃক্ষরোপণ করা হয়। আমাদের প্রচারের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে সবুজায়ন করা যেতে পারে।
{ads}