header banner

সুন্দরবনে স্থানীয় কচিকাঁচাদের নিয়ে পালিত হল বিশ্ব বন্যপ্রাণী দিবস

article banner

সুদেষ্ণা মন্ডল, সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড়খালি রেঞ্জ ফরেস্টে পশ্চিমবঙ্গ বনদপ্তরের পক্ষ থেকে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর এর পক্ষ থেকে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে সুন্দরবনের সাধারণ মানুষের কাছে বন্যপ্রাণী সচেতনতা সম্বন্ধে বার্তা পৌঁছে দিলেন তারা। ছোট ছোট স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে ঝড়খালি রেঞ্জ ফরেস্ট অফিস থেকে মিছিল করে ঝড়খালি জেটিঘাট পর্যন্ত বনদপ্তরের কর্মীদের সাথে সাথে মিছিলে পা মিলালের সাধারণ এলাকার বাসিন্দা ও এলাকার জে এফ এম সি কর্মীরা।

{link}

এদিন এই মিছিলে শেষে ছোট ছোট স্কুল বাচ্চাদেরকে নিয়ে সুন্দরবন এ ভ্রমণ করান এবং বন্যপ্রাণ সম্বন্ধে তাদের মধ্যে সচেতনতাবোধ গড়ে তুলতে সুন্দরবনের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে তাদের নিয়ে যাওয়া হয়। এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত বন বিভাগের আধিকারিক অনুরাগ চৌধুরী। এদিন তিনি বলেন সুন্দরবন বিশ্বের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। যার অন্যতম কারন বন্যপ্রাণ সংরক্ষণ বন্যপ্রাণীদের বৈচিত্র। তাই দেখাতে নিয়ে সে জায়গায় সুন্দরবনেরই সাধারণ এলাকারই স্কুল ছাত্র ছাত্রীরা সুন্দরবনের ভ্রমনে যেতে পারে না। তার জন্যেই এই বন্যপ্রাণী দিবসে সেই সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এদিন ভ্রমণের সাথে সাথে ও তাদের বিভিন্ন অভিজ্ঞতামূলক তথ্য প্রদান ও করেন বন দপ্তরের পক্ষ থেকে।

{ads}

news Sundarbanas Wildlife World Wildlife day West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Latest Article