header banner

প্রকৃতির খেলায় লন্ডভন্ড দীঘা, এখনও অব্যাহত ঝোড়ো হাওয়ায় ফুঁসছে সমুদ্র

article banner

পশ্চিমবঙ্গবাসীর অন্যতম প্রিয় পর্যটনকেন্দ্রের নাম উঠলেই যে সমস্ত যায়গার নাম উঠে আসে তার মধ্যে একটি অবশ্যই দীঘা। কিন্তু মানুষের প্রিয় এই সমুদ্রতটের আজ এক অন্য চিত্র। ঘুর্নিঝড় ইয়াশের তান্ডবে আজ অন্যতম জনবহুল এই পর্যটনকেন্দ্র আজ পরিনত হয়েছে শূন্যতায় ভরপুর এক স্থান, গর্জন রয়েছে শুধুই ঝোড়ো হাওয়া এবং উন্মত্ত সমুদ্রের। যে ছবি দেখা যাচ্ছে তা শুধুই ধ্বংসের। কালকে ঘুর্নিঝড় ইয়াশের তান্ডবের শেষে চিত্রটা অনেকটা এইরকম-

অবশ্য দীঘায় কালকে ঘুর্নিঝড় ইয়াশের যে তান্ডব লক্ষ্য করা গিয়েছিল তাতে চিত্রটা অনেকটা এইরকম হবে বলে ধারনা করেছিলেন বিশেষজ্ঞ ও রাজ্যের মানুষেরা। ইয়াশের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্রের বাঁধের পাশব্বর্তি অঞ্চল। সেইখানে বেশ কিছু যায়গা ভেঙে পড়েছে জলের তোড়ে। এর পাশাপাশি ভেঙে পড়েছে সমুদ্র পাশব্বর্তী অঞ্চলে থাকা বেশ কিছু হোটেল ও ঘরবাড়ী। যেহেতু সমুদ্রের জল রাস্তায় ঢুকে পড়েছিল সেখানে প্রায় মিশে গিয়েছিল জল ও স্থল। আনুমানিক কয়েক লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান স্থানীয় এলাকাবাসীদের। 

{link}
উল্লেখ্য বিষয় গতকাল সকালেই ওড়িশার পারাদ্বীপে প্রথম আঘাত হেনেছিল ইয়াশ। তারপরেই তা তান্ডব শুরু করে দীঘায়। উন্মত্ত জলরাশি তার সাথে বইতে থাকে প্রবল বেগে হাওয়া। মুহুর্তের মধ্যে দীঘার ভয়াভ ছবি ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। সেই দাপুটে ধ্বংসলীলারই পরিনাম আজকের এই ছবি। 
{ads}

Yaas Yaas live update Cyclone Yaas Yaas after effect Yaas effect at Digha Digha Tourism News West Bengal India সংবাদ ঘুর্নিঝড় ইয়াস দীঘা পর্যটনকেন্দ্র

Last Updated :