header banner

চোখ রাঙাচ্ছে যশ, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও সুন্দরবনে

article banner

কাটেনি আগের বছরের আমফানের আতঙ্ক, এর মাঝেই আগামী বুধবার পশ্চিম বঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। তাঁর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আজ সকালে ক্যানিং পূর্ব বিধানসভার বিভিন্ন এলাকায় বিধায়ক সওকত মোল্লা  ক্যানিং ২  নং ব্লকের বিডিও ও এন ডি আর এফ এর সদস্যদের সঙ্গে নিয়ে মাইকিং করে আগাম সতর্ক করেন। এবং এর পাশাপাশি মানুষজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আবেদন করেন তিনি। পাশাপাশি গতবারের আম্ফানের ক্ষতিগ্রস্ত নদী বাঁধের মেরামতির কাজ খতিয়ে দেখেন। আজ মাতলা নদীর তীরবর্তী ভাঙা নদী বাঁধ গুলি সারাইয়ের কাজ শুরু করান হয়েছে। বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে যেন কোনভাবেই নদীবাঁধ প্লাবিত না হয়ে পড়ে। ঘুর্নিঝড় যশের সাথে লড়াইয়েই আগাম সতর্ক হয়েই লড়াইয়ে নামছে প্রশাসন।

{link}
উল্লেখ্য বিষয় আগের বছরে আম্ফানে এই এলাকা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই পরিস্থিতি বুঝে এইবার আগে থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের প্রশাসনিক ও বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে। সেই দিক থেকে আগে থেকেই সুরক্ষিত যায়গায় সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় মানুষদের। অনেকটা প্রস্তুত ভাবেই মোকাবিলা করা যাবে এই ঝড়ের বলে আশাবাদী রাজ্যের মানুষ ও প্রশাসন। 
{ads}

Yasa Cyclone Yasa Update Cyclone Yash Yash Cyclone Update Weather Update Sundarbans South 24 Paraganas News West Bengal India ইয়াস ঘুর্নিঝড় ইয়াস সংবাদ

Last Updated :