header banner

ঠাকুরের আশীর্বাদই পাথেয়

article banner

কঠিন অসুখে জর্জরিত গোটা পৃথিবী। কিন্তু যতই বিপদ আসুক থেমে থাকে না মানুষের জীবন, থেমে থাকে না কোনও কাজ, থেমে থাকে না বহু বছর ধরে চলে আসা রীতি-নীতি, ধর্মীয় অনুষ্ঠান। করোনাকে রুখতে হয়তো কিছু কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা, কিন্তু তারপরেও এখনও বেঁচে আছে আশা, স্বপ্ন, বেঁচে আছে মানুষের বিশ্বাস। 

{link}


ইয়াসের তাণ্ডবের মাঝেই চিরাচরিত রীতি মেনে ভক্তি এবং শ্রদ্ধায় বেলুড়মঠে পালিত হল বুদ্ধ পূর্ণিমা  অনুষ্ঠান।গৌতম বুদ্ধের বাণী, প্রতিটি মানুষের জীবনেই দুঃখ আছে। জ্বরা, ব্যাধি, মৃত্যু, বিরহ সবাইকেই সহ্য করতে হবে। মানুষ যেখানেই সুখ খুঁজতে যাবে, সেখানেই দুঃখের মুখোমুখি তাঁকে হতেই হবে। এমনকি আজকের দিনেই তাঁর এই বাণী উজ্জ্বল ভাবে সত্য।

{link}

 

অন্যান্য বছর সন্ধ্যায় এই অনুষ্ঠান হলেও এবছর ইয়াসের জন্য জেনারেল সেক্রেটারির নির্দেশে সকাল 8 টা থেকে 10 টার মধ্যেই গুটিকয়েক সন্ন্যাসী মহারাজ এর উপস্থিতিতে বেলুড় মঠের মূল মন্দিরের ভেতরে হলো এই অনুষ্ঠান।


বুদ্ধ মূর্তির সামনে পূজার নৈবেদ্য , ধূপধুনো দিয়ে হয় পুজো । বুদ্ধদেবের জীবনী পাঠ ভক্তিগীতি পরিবেশিত হয় ।  সংক্ষিপ্ত অনুষ্ঠানে আড়ম্বর না থাকলেও শ্রদ্ধা ভক্তির অভাব ছিল না।

{ads}     
 

Yash Cyclone Buddha Purnima Belur Math West Bengal 26th May India সংবাদ বেলুড় মঠ বুদ্ধপূর্ণিমা

Last Updated :