header banner

মানব সেবাই, ঈশ্বর সেবা

article banner

ঘূর্ণিঝড় ইয়াস বারবার উসকে দিচ্ছে আমফান স্মৃতি। সেই ভয়াল সুপার সাইক্লোনের বর্ষপূর্তিতেই বুধবার সন্ধ্যায় পারাদ্বীপ ও সাগরের মধ্যে ল্যান্ডফল করবে ইয়াস।বাংলা ওড়িশা উপকূলে অতি তীব্র ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে ইয়াস। সেখান থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে এগিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে ইয়াস। ইয়াস মোকাবিলায় প্রথম থেকেই সতর্ক প্রশাসন। জেলায় জেলায় জনগণকে সচেতন করার কাজে পথে নেমেছেন জনপ্রতিনিধিরাও।

{link}


এহেন পরিস্থিতিতে, মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বোন্দ্যপধ্যায় আনুপ্রেরনায়, মধ্য হাওড়া ও শিবপুর কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী আরূপ রায় ও মনোজ তেওয়ারির সহযোগীতায় বিশিষ্ট সমাজ সেবী শুভাশিস পালের উদ্দ্যগে ইয়াশ  আঘাত হানার প্রাক্কালে হাওড়া পুরসভার ৯নং ওয়ার্ডের আন্তরগত নোনাপাড়া, বেহাড়াপাড়া, ও দাসনগড় ডোমপাড়া ৩টি বস্তির প্রায় এক হাজার বস্তি বাসীকে দুর্যোগ থেকে রক্ষা করবার তাগিদে তাদের ৩টি স্কুল বাড়িতে স্থানান্তরিত করা হচ্ছে। দাসনগড় ST. Thomas নোনাপাড়া আদর্শ স্কুল, নেতাজী গার্লস স্কুলের সাময়িক আস্থানায় যুদ্ধকালীন তৎপরতায় আনা হচ্ছে আস্থায়ী ঠিকানায়। ৩টে স্কুলের প্রায় এক হাজার মানুষের জন্য় পেট ভরে খাওয়ার ব্যবস্থা থাকছে। শিশুদের জন্য বিস্কুট, দুধ ও পাউরুটি। এছারাও পরজাপ্ত মুড়ি ও খিচুড়ি খাওয়ানর ব্যবস্থা থকছে। দুর্যোগ না মেটা পর্যন্ত বস্তি বাসীদের এখানেই রাখা হবে।     

{link}


একদিকে সরকার, কোথাও আবার সেচ্ছাসেবী সংস্থা, আবার কোথাও ব্যক্তিগত উদ্দ্যগে মানব সেবায় ব্রতী হয়েছেন একটা অংশের মানুষ।   শাশ্বত হক স্বামীজির বানী -  "জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ঈশ্বর!"  

{ads}  

Yash Cyclone Dasnagar Purasabha Howrah West Bengal 25th May India সংবাদ সাইক্লোন ইয়াস

Last Updated :