header banner

অভিমুখ পরিবর্তন ইয়াসের, তবে প্রভাব থাকবে বাংলার এই ৪ জেলায়

article banner

প্রবল ঘূর্ণিঝড় ইয়াস রয়েছে পূর্ব মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে। যা এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে। গত ছয় ঘন্টা ধরে ইয়াস এগোচ্ছে ঘন্টায় ১৭ কিমি করে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘন্টায় এই ঘূর্ণিঝড় আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

যশ তার গতিপথ কিছুটা পরিবর্তন করেছে। এর আগে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের পারাদ্বীপ ও সাগরের মাঝে আছড়ে পড়ার কথা ছিল। তবে আজ আবহওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল থেকে আরও কিছুটা ওড়িশার দিকে সরে গিয়েছে ঘূর্ণিঝড়ের গতিপথ। ইতিমধ্যেই ওড়িশায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আজ, মঙ্গলবার একথা জানানো হয় মৌসম ভবনের তরফে।  পাশাপাশি ওড়িশায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওড়িশার জেলা প্রশাসন ইতিমধ্যে সমুদ্র উপকূল আর ঝড়ের গতিপথে থাকা জায়গাগুলি থেকে মানুষদের সরিয়ে জগৎসিংহপুর জেলার একটি অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছে।

{link}


মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামীকাল, বুধবার ভোরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যশ পৌঁছাবে ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গ উপকূলের চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে। দুপুরের দিকে সেটি আছড়ে পড়বে ধামরা বন্দরে। ঝড়ের অভিমুখ থাকবে ঝাড়খণ্ডের দিকে। এই মুহূর্তে এই ঝড়টি রয়েছে পারাদ্বীপ থেকে ৩৯০ কিমি দূরে ও ওড়িশার বালাসোর থেকে ৪৯০ কিমি দূরে। তবে যশ তার অভিমুখ সামান্য পরিবর্তন করলেও পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার ওপর মারাত্মক প্রভাব পড়তে চলেছে বলে জানা যাচ্ছে। ঝড়ের প্রভাবে আজ বিকেল থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

{link}

 

এদিকে নবান্ন থেকে সমস্ত রকম তৎপরতা নেওয়া হয়েছে। তৎপরতা নেওয়া হয়েছে সিইএসসি থেকেও। এমনকি গঙ্গাবক্ষেও নজরদারি চালানো হচ্ছে। কেউ যেন এই সময় গঙ্গাবক্ষে না নামে সেদিকে নজরদারি চালিয়ে যাচ্ছে পুলিশ। এমনকি যে সমস্ত জাহাজ রয়েছে সে সমস্ত জাহাজকে নোঙরের সাথে ভালো করে বেঁধে রাখা হয়েছে। আবহওয়া দফতরের মারফত আরও জানা গেছে আগামীকাল সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর দুপুর নাগাদ ওড়িশার ধামরা বন্দরে আছড়ে পড়বে যশ। তারপর ঝাড়খণ্ডের দিকে ঝড়ের অভিমুখ থাকবে।

{ads}
 

Yash Cyclone Odisha Bengal West Bengal 25th May India সংবাদ সাইক্লোন

Last Updated :