header banner

ইয়াসের নজরে মুর্শিদাবাদ!

article banner

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস , আবহাওয়ার সূত্রের খবর অনুযায়ী আগামী ২৬ তারিখে পশ্চিমবঙ্গে আছড়ে পরার সম্ভাবনা রয়েছে এই ঝড়। রাজ্যের উপকূলবর্তী জেলা মুর্শিদাবাদেও ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে প্রচার শুরু করল প্রশাসন। রবিবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক-সহ নদীর ধারের এলাকায় মাইকের মাধ্যমে প্রচার চালানো হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, ‘ইয়াস’ নিয়ে প্রচারে উদ্যোগী হয়েছেন ফরাক্কার বিডিও সঞ্জয় বিশ্বাস।

{link}


ফরাক্কা ব্লকে বিভিন্ন এলাকা এবং নদীর কিনারাবর্তী এলাকায় মাইকিং করে ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতা বার্তা দিলেন ফরাক্কা ব্লক প্রশাসনের তরফ থেকে । এই দিন ফরাক্কার বিডিও সঞ্জয় বিশ্বাসের গাড়ির চালক গোপাল চক্রবর্তী মাইক হাতে নিয়ে ফরাক্কা ব্লকে বিভিন্ন এলাকায় নদীর কিনারাবর্তী থাকা মানুষদের ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতা বার্তা দেন।


প্রসঙ্গত, ২৫ মে, মঙ্গলবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে রবিবার দিঘার অনেক কাছে চলে এসেছে নিম্নচাপটি। রবিবার দিঘা থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায়। এর পর সন্ধ্যায় তা শক্তি বাড়িয়ে রাজ্যের উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ হাওড়া এবং হুগলি জেলায় আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি হাল্কা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার গতি বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে চলবে বৃষ্টিপাতও।

{ads}

Yash Cyclone Early Warning Farakka West Bengal 24th May India সংবাদ সাইক্লোন

Last Updated :