শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : জঞ্জাল ফেলার জন্যেও এবার থেকে দিতে হবে টাকা। শহরের বাসিন্দাদের দৈনিক হিসাবে এই টাকা পুরসভায় দিতে হবে। এমনি সিধান্ত এবার নিতে চলেছে মালদহের (Malda) ইংরেজবাজার পুরসভার। এই প্রথম ইংরেজবাজার পুরসভার বাসিন্দাদের জঞ্জাল (garbage) পরিষ্কারের জন্য পুরসভা কে কর দিতে হবে। যদিও এখনও কার্যকর হয়নি এই সিদ্ধান্ত।
{link}
ইতিমধ্যে পুরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। হয়তো খুব শিগগিরই এই নতুন পুর কর চালু হতে চলেছে ইংরেজবাজার শহরে। শুধুমাত্র বাড়ির জঞ্জাল ফেলার জন্য নয়, শহরের হোটেল, রেস্তোরাঁ সহ অন্যান্য ব্যানিজিক প্রতিষ্ঠান গুলিকেও এই কর দিতে হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাড়ির জঞ্জাল সংগ্রহের ক্ষেত্রে দৈনিক এক টাকা করে কর ধার্য করা হয়েছে। বিভিন্ন ব্যানিজিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে দৈনিক পাঁচ টাকা দিতে হবে। এছাড়াও হোটেল ও রেস্তোরাঁয় ক্ষেত্রে দৈনিক ২৫ টাকা করে পুরসভা (Municipality) কে কর দিতে হবে জঞ্জাল সংগ্রহের জন্য।
{link}
কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই সার্ভিস ট্যাক্স (Service tax) চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই এই সার্ভিস ট্যাক্স চালুর কথা উল্লেখ রয়েছে। বর্তমানে জঞ্জালের উপর সার্ভিস ট্যাক্স না থাকায় সাধারণ মানুষ যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে। এতে শহরের পরিবেশ দূষিত হচ্ছে। রাস্তা সহ সেখানে সেখানে আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে। পুরসভার সাফাই কর্মীরা নিয়মিত পরিষ্কার করার পরেও সমস্যা থেকে যাচ্ছে। সরকারি ভাবে কর চালু করলে সাধারণ মানুষ সচেতন হবে এমনটাই দাবি পুর কর্তৃপক্ষের। যদিও এখনও চালু হয়নি এই কর। বর্তমানে বিষয়টি পুরসভার কতৃপক্ষের কাছে আলোচনা পর্যায়ে রয়েছে।
{ads}