header banner

ছিনতাইকারীকে ছিনতাইয়ে বাঁধা, মাথায় গুরুতর আঘাতে চুঁচুড়ায় মৃত ১

article banner

নিজস্ব সংবাদদাতা, হুগলী: ছিনতাইবাজের আঘাতে মৃত্যু এক যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গা এলাকায়। মৃত যুবকের নাম হারাধন শীল(৩৮)। ঘটনার সূত্রপাত গত ২৫শে ডিসেম্বর রাতে। স্থানীয় সূত্রে খবর গত ২৫শে ডিসেম্বর রাতে পেশায় কাঠমিস্ত্রী হারাধন দিদির বাড়ির দিকে যাচ্ছিল। পকেটে প্রায় ১লক্ষ টাকা ছিল। হারাধন রাতে বেরোলে কাজের টাকা টালির চালের ঘরে রাখতো না বলে আত্মীয়দের দাবি। কাপাসডাঙ্গারই শান্তিপল্লী এলাকায় হারাধনের দিদির বাড়ি। দিদির বাড়ির কাছেই এক মদ্যপ যুবক তাঁর পথ আটকায় বলে অভিযোগ। তাঁর পকেট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় ওই যুবক। বাধা দিলে তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পরে হারাধন। স্থানীয় বাসিন্দারাই তাঁকে তুলে নিয়ে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। পরের দিন দুপুরে তাঁকে স্থানান্তর করা হয় কোলকাতায়। কোলকাতায় কোন সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখানেই মৃত্যু হয় হারাধনের। স্থানীয়রা চায় ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি হোক। হারাধনের ১০বছরের এক ছেলে এক ৩বছরের এক মেয়ে রয়েছে। স্ত্রী দোলন শীল গৃহবধু। সংসারের একমাত্র রোজগেরে ছিল হারাধন। তার মৃত্যুতে শোকের আবহের মাঝেই ভবিষ্যতের চিন্তা চেপে ধরেছে পরিবারকে। 

{ads}

news Chinsurah Death Robbery West Bengal Hooghly সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article