header banner

Bakkhali : বকখালিতে সমুদ্রস্নানে নেমে যুবক তলিয়ে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বকখালির (Bakkhali) সমুদ্রকে সকলের বোঝা খুবই মুশকিল। ফলে মাঝে মাঝেই দুর্ঘনা ঘটে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে বকখালিতে তলিয়ে গেলেন এক যুবক। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর ওই যুবকের নাম নিত্যানন্দ পাল (২৬)। সূত্রের খবর, নিত্যানন্দ ও তাঁর চার বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন।

{link}

দুপুরে পাঁচ বন্ধু মিলে সমুদ্রস্নান করতে নামেন। এরপর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে নিত‌্যানন্দ তলিয়ে যান। তখনই পাঁচজনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাকিরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে ফ্রেজারগঞ্জ থানায় ঘটনাটি জানান তাঁরা। জানা যায়, হারিয়ে যাওয়া ওই যুবকের নাম নিত্যানন্দ পাল, বয়স ২৬। বাড়ি হাবরা থানার গুমা এলাকায়।

{link}

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা-সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন তল্লাশির কাজ শুরু করেন। বর্তমানে সুন্দরবন পুলিশ জেলার এফআইবি বোট নিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি।

{ads}

 

News Breaking News Bakkhali সংবাদ

Last Updated :

Related Article

Latest Article