header banner

Gang-raped : জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'বন্ধু' শব্দটির কোনো মর্যাদা নেই ধর্ষকদের কাছে। জৈবিক প্রবৃত্তি মেটানোর জন্য তারা বন্ধুকেও ধর্ষণ (Rape) করে। সূত্রের খবর,জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের (gang-raped) শিকার এক তরুণী। অভিযোগ জমা পড়েছে হরিদেবপুর (Haridevpur) থানায়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে।

{link}

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ২০ বছরের ওই তরুণী। অভিযোগ, সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্ত শুরু হয়েছে। FIR–এ নাম রয়েছে অভিযুক্ত চন্দন মালিক ও দীপ ওরফে দেবাংশু বিশ্বাসের।

{link}

অভিযোগ, ৫ সেপ্টেম্বর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে চন্দন মালিক ওই তরুণীকে নিয়ে যায় দীপের বাড়িতে, এরপর দু’জনে মিলে তাঁকে ধর্ষণ ও মারধর করে। পরদিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ অভিযুক্তের বাড়ি থেকে কোনওরকমে পালাতে সক্ষম হন ভুক্তভোগী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

{ads}

 

News Breaking News Rape Case Haridevpur gang-raped সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article