header banner

Viral: ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টাকা নগদ খোরপোশ! দুধে স্নান করে বিবাহবিচ্ছেদ উদযাপন যুবকের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দুধ দিয়ে স্নান করে শুভ 'বিবাহবিচ্ছেদ' পালন করে ভাইরাল এক যুবক। তাঁর এই অভিনব ভিডিওই ভাইরাল হয়েছে। কমবেশি অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ভিডিও দেখে। রসিকতা করে বিবাহিত পুরুষকে ‘পরাধিন’ এবং বিপরীতে অবিবাহিত পুরুষকে ‘স্বাধীন’ বলা হয়। বিবাহবিচ্ছেদের পর এক যুবক নিজেকে বাস্তবিক ‘স্বাধীন’ ঘোষণা করলেন। দুধ দিয়ে স্নান করে, নতুন জামা-জুতো পরে, কেক কেটে উদযাপনও করলেন সেই স্বাধীনতা। সোশাল মিডিয়ার একটি ভিডিও সূত্রে গোটা বিষয়টি সামনে এসেছে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিওটি। এই ভিডিওটিকে ‘আইঅ্যামডিকেবিরাদর’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণ খালি গায়ে একটি পিড়িতে হাঁটু মুড়ে বসে রয়েছেন। তাঁর মাথায় দুধ ঢেলে স্নান করিয়ে দিচ্ছেন তরুণের মা। প্রৌঢ়া পরে জলও ঢালেন ছেলের মাথায়।

{link}

স্নান সেরে আলমারি থেকে নতুন জামাকাপড় বার করেন তরুণ। নতুন জামা-জুতো পরে সেজেগুজে টেবিলের সামনে বসেন তরুণ। এরপর হাসিমুখে একটি কেক কাটেন তিনি। যার উপরে লেখা রয়েছে, “শুভ বিবাহবিচ্ছেদ। ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টাকা নগদ।” আসলে ১২০ গ্রাম সোনা এবং ১৮ লক্ষ নগদ খোরপোশ দিয়েই প্রাক্তন স্ত্রীর কাছ থেকে রেহাই পেয়েছেন তরুণ। বিবাহবিচ্ছেদের পর কার্যত স্বাধীন হয়েছন তিনি। স্বাধীনতার সেই আনন্দই উদযাপন করেন দুধ দিয়ে স্নান করে, নতুন জামা-জুতো পরে, কেক কেটে।

{ads}

news Bengali News Viral Video Marriage Viral News Marriage News Divorce News সংবাদ খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article