header banner

জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার যুবক

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: নিজেকে জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মুন্নাফ মোল্লা । ডায়মন্ডহারবার থানার বোলসিদ্ধি  এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মাস আগে কুলপি থানার রমজান নগরের বেশ কয়েকজন বাসিন্দার থেকে চাকরি দেওয়ার নাম করে নিজেকে জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা তোলে অভিযুক্ত মুন্নাফ মোল্লা। 

{link}
এরপর দীর্ঘদিন কেটেগেলেও চাকরী না পাওয়ায় রমজান নগরের বাসিন্দা হাকসান মোল্লা অভিযুক্ত মুন্নাফ মোল্লার বিরুদ্ধে কুল্পি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে কুলপি থানার পুলিশ মুন্নাফ মোল্লাকে গ্রেফতার করে। ধৃত মুন্নাফ মোল্লাকে বুধবার ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে পেশ করা হয়। পাশাপাশি এই ঘটনায় মুন্নাফ মোল্লার সাথে আর কেউ জড়িত আছে কিনা তার ও তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ।

{ads}

news Crime youth arrested West Bengal সংবাদ

Last Updated :