header banner

অফিসে মহিলা সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, লিলুয়ায় গ্রেফতার যুবক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অফিসে মহিলা সহকর্মীর সঙ্গে নিত্যদিন দুর্ব্যবহার এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় গ্রেপ্তার হলেন বেসরকারি সংস্থার এক কর্মী। ধৃত ব্যক্তির নাম চিরঞ্জীব কুমার বলে জানা গেছে। বুধবার হাওড়ার লিলুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ, ১৬ নং জাতীয় সড়কে লিলুয়ায় একটি গাড়ির শোরুমে কর্মরত ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই দুর্ব্যবহার করে আসছিলেন ওই সংস্থারই এক কর্মী। এনিয়ে বহুবার সংস্থার পক্ষ থেকে ও অন্য সহকর্মীরা ওই কর্মীকে বিরত করার চেষ্টা করলেও তাতে কোনও কাজ হয়নি। তার মানসিক নির্যাতন ও দুর্ব্যবহারে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল একই সংস্থায় কর্মরত ওই মহিলা কর্মীর।

{link}

যেহেতু স্বামীহারা ওই মহিলা একা নিজের সন্তানকে নিয়ে থাকেন সেই সুযোগে ওই মহিলা কর্মীকে বারে বারে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলা কর্মীকে মানসিক নির্যাতন ও অপমান করা হত বলেও অভিযোগ  এমনকি তিনি পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনে দু-এক দিন ছুটি নিলে তা নিয়ে কুরুচিকর মন্তব্য করে মহিলা কর্মীর কর্মক্ষেত্রে স্বস্তিতে কাজ করার পরিবেশও নষ্ট করার অভিযোগ উঠেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। বুধবার কর্মক্ষেত্রে গেলে ওই মহিলা কর্মীকে অপমান করেন অভিযুক্ত ব্যক্তি ও তাঁকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ। এর প্রতিবাদ করলে তাঁকে দেখে নেওয়ারও হুমকিও দেন ওই ব্যক্তি। ব্যতিব্যস্ত হয়ে ওই মহিলা কর্মী ওই ব্যক্তির বিরুদ্ধে এদিন লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাকে লিলুয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। 

{ads}

news Howrah Liluah West Bengal সংবাদ

Last Updated :