header banner

Hingalganj : হিঙ্গলগঞ্জে বজ্রাঘাতে মৃত্যু যুবকের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জ (Hingalganj)। প্রাণ হারালেন ভোলা দাস (২৭) নামের এক যুবক। হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকা নিবাসী ওই ব্যক্তি নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। সেই সময় হঠাৎ বজ্রাঘাত হয়, নদীর পাড়েই লুটিয়ে পড়েন তিনি। বেশ কয়েক ঘণ্টা পর তা এলাকার মানুষের চোখে পড়ে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠায়।

{link}

চলতি বছর বর্ষায় রাজ্যের নানান প্রান্তে ঝেঁপে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গেই কখনও কখনও দোসর হচ্ছে নিম্নচাপ। বহুসময় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রপাতের মতো ঘটনাও ঘটছে।সাম্প্রতিক অতীতে রাজ্যের নানান জেলায় বজ্রাঘাতে মৃত্যুর একাধিক খবর সামনে এসেছে। এবার প্রাণ হারালেন হিঙ্গলগঞ্জের লেবুখালি অঞ্চলের ভোলা। নদীতে জাল ফেলে মাছ ধরার সময় বজ্রাঘাতে মৃত্যু হল তাঁর।

{link}

অন্যদিকে গতকাল সন্ধ্যায় বজ্রপাতের জেরে বাঁকুড়ায় মৃত্যু হয়েছে দু’জনের। দু’টি পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজু বাগদী (৫৫) এবং জয়ন্ত মন্ডল (৬৩) নামের দুই ব্যক্তি। এই নিয়ে গত ১৫ দিনে বজ্রপাতে বাঁকুড়ায় মৃত্যু হল মোট ১১ জনের।

{ads}

 

News Breaking News North 24 Parganas Hingalganj সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article