header banner

অয়েল ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে হাওড়ার আন্দুলে মৃত্যু যুবকের, অসুস্থ আরও ১

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় অয়েল ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে মৃত এক যুবক। রবিবার সকালে হাওড়া আন্দুল রোড নিমতলা এলাকার ঘটনায় শোকের আবহ। মৃত যুবকের নাম সুমিত কুমার সাউ। ঘটনায় তিনি ছাড়াও আরও একজন অসুস্থ হয়েছেন। রবিবার সকালে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রথমে দুর্ঘটনাগ্রস্ত দুই জন কে উদ্ধার করে পুলিশ। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সুমিতকে মৃত বলে ঘোষনা করে হাসপাতালে উপস্থিত চিকিৎসকেরা। তার মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

{link} 
সূত্রের খবর, রবিবার ছুটির দিন থাকায় প্রথমে গাড়ি চালক বুবাই সাউ  ট্যাঙ্কার পরিষ্কার করতে ভেতরের নামে। শ্বাসকষ্ট জনিত কারনে ট্যাঙ্কার পরিস্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে উদ্ধার করতে ট্যাঙ্করের ভিতরে নামে খালাসী সুমিত কুমার সাউ। এরপর দুজনেই ভিতরে অসুস্থ হয়ে পড়েন। গাড়ির ভিতরেই অজ্ঞান হয়ে যান দুজনেই। এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুজনকে উদ্ধার করে, আন্দুল রোডে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের একজনকে মৃত বলে ঘোষণা করে এবং আরেকজনকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত যুবক এক বছর ধরে গাড়ির খালাসি লাইনে কাজ করছেন। তার মৃত্যুতে শোকের আবহ পরিবারে। 
{ads}

news oil tanker Andul Howrah death

Last Updated :