header banner

নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত এক বৃদ্ধকে বাচাঁতে গিয়ে আহত যুবক, পলাতক অভিযুক্তেরা

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত এক বৃদ্ধকে বাচাঁতে গিয়ে ইঁটের হামলায় আহত এক প্রতিবাদী। রবিবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের গোপালনগরে। এক বৃদ্ধ কে বাঁচাতে গিয়ে ইটের আঘাতে আহত হন এক যুবক। আঘাতের জেরে তার মাথায় ২টি সেলাই পড়েছে। আহত যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল। এই ঘটনায় রবিবার রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

{link}
সূত্রের খবর, স্থানীয় একটি ফলের দোকান থেকে ফল কেনেন গৌর বিশ্বাস ও নিতাই বিশ্বাস নামে দুই ব্যক্তি। ফল বিক্রেতা ৬২ বছর বয়সী বিনোদ ঘরামি ফলের টাকা চাইলে তাকে মদ্যপ অবস্থায় মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে আসেন প্রতিবেসী বিশ্বজিৎ মন্ডল। এই ঘটনায় তাকে মারধর করা হয়। ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে আরও এহেন অনেক কার্যকলাপের অভিযোগ রয়েছে স্থানীয়দের। যার ফলে তাদের উপর রীতিমতো চটে রয়েছেন স্থানীয়দের একাংশ। ঘটনার পর থেকেই তারা পলাতক বলে সূত্রের খবর। অভিযুক্তেরা ধরা পড়লে স্থানীয় এলাকায় তাদের আতঙ্ক বেশ কিছুটা হ্রাস পাবে বলে আশাবাদী এলাকাবাসী। তাদের কঠিন শাস্তি চাইছেন আক্রান্ত যুবকের পরিবার সহ সকল এলাকাবাসীই। 
{ads}

news Narendrapur Crime alcohol West Bengal সংবাদ

Last Updated :