header banner

Viral News: সাপের প্রাণ বাঁচাতে জীবন বাজি! যুবকের কীর্তি দেখে বিস্মিত নেটিজেনরা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দুঃসাহসিক কীর্তি বোধহয় একেই বলে। মৃতপ্রায় সাপের প্রাণ বাঁচাতে জীবন বাজি রাখলেন যুবক। সাপের মুখে মুখ দিয়ে দিলেন জীবনদায়ী সিপিআর। ভয়ংকর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অসম সাহসী যুবকের কীর্তি চাক্ষুস করে রীতিমতো বিস্মিত নেটিজেনরা। জানা গিয়েছে, এই ঘটনা গুজরাটের বলসাড এলাকার। স্থানীয় সূত্রে খবর, চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়েছিল সাপটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় উদ্ধারকারী। মৃতপায় সাপটিকে বাঁচাতে উঠে পড়ে লাগেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটির মাথা মুখের ভেতর ঢুকিয়ে সজোরে ফুঁ দিতে থাকেন যুবক। বিজ্ঞানের ভাষায় যাকে বলে সিপিআর। 

{link}

কিছুক্ষণ পর পর চলতে থাকে এই ঘটনার পুনরাবৃত্তি। বেশ কিছুক্ষণ পর দেখা যায় সাপটি ধীরে ধীরে স্বভাবিক হতে শুরু করেছে। সাপের প্রাণ ফেরানোর পর জল খাইয়ে সুস্থ করে ছেড়ে দেন জঙ্গলে। জানা যাচ্ছে, সাপটির প্রাণ ফেরানো ওই যুবকের নাম মুকেশ বৈদ। তিনি জানান, সাপটি বিষাক্ত ছিল না। যার জন্যই এভাবে সিপিআর দেওয়া সম্ভব হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সেটি প্রায় ১৫ ফুট উচ্চতা থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। সিপিআর না দিলে সাপটি মারা যেত। প্রায় ৩০ মিনিটের চেষ্টার পর সেটি ধীরে ধীরে নড়াচড়া শুরু করে ও সুস্থ হতে থাকে। সরীসৃপটি পুরোপুরি সুস্থ হওয়ার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

{ads}

Animal Video Bengali News Viral News Today West Bengal Animal Rescue Snakes Snake Videos সংবাদ সাপ ভাইরাল ভিডিও

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article