header banner

Zeenat : জিনাত নিজের ঘরে ফিরেছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বছরের প্রথম দিন সিমলিপালের জিনাত নিজের ঘরে ফিরেছে। আদর যত্নের কোনো অভাব ছিল না। দুটি রাজ্য ও বাংলার তিনটি জেলা ছুটে বেরিয়েছে ৯দিন ধরে। তারপরে ক্ষুধার্ত ও ক্লান্তি বাঘিনী জিনাত ধরা দেয় বন-কর্মীদের কাছে। গত রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলি ছুড়ে ধরা হয়েছিল জিনাতকে৷ প্রথমে ঝাড়গ্রাম থেকে আরও এগিয়ে পুরুলিয়ার জঙ্গলে আশ্রয় নেয় সে৷ পিছু নেয় বন দফতরও৷

{link}

যদিও ছাগল, মোষের বাচ্চার মতো বিভিন্ন টোপ দিয়ে ফাঁদ পাতলেও তা এড়িয়ে পালাতে থাকে বাঘিনী ৷ শেষ পর্যন্ত বাঁকুড়ার জেলার জঙ্গলে প্রবেশের পর জিনাতকে কার্যত কোণঠাসা করে ফেলে বন দফতর। রবিবার রাতেই বাঁকুড়া থেকে গ্রিন করিডর করে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয় জিনাতকে৷ ঘুমপাড়ানি গুলির প্রভাব কাটার পর স্বাভাবিক খাওয়া দাওয়াও শুরু করে সে ৷ আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি রেডিও কলারের মাধ্যমে জিনাতের উপরে নজর রাখা হচ্ছিল।

{link}

নজর রাখছিল ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যানের বিশেষজ্ঞ পশু চিকিৎসকরাও ৷ সূত্রের খবর, সোমবার পর্যন্ত মাংসে তার অরুচি ছিল। তবে পছন্দ করে খেয়েছে প্রচুর ORS। আর তাতেই দ্রুত সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠেছে জিনাত। তাই আর দেরি না করে বছরের শেষ দিন রাতে জিনাতকে নিয়ে সিমলিপালের (Similipal National Park) উদ্দেশ্যে রওনা দিয়েছে সিমলিপালের বন কর্মীরা। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, আজ সকালে সুস্থ অবস্থায় জিনাত পৌঁছেছে সিমলিপালে।

{ads}

News Breaking News Tiger Zeenat সংবাদ

Last Updated :