header banner

হাওড়ায় চলতে থাকা একাধিক অবৈধ কাজকর্ম আটকাতে উদ্যোগী হাওড়া পুরসভা

article banner

হাওড়া শহরের একাধিক প্রধান রাস্তা জুড়ে চলছে অবৈধ পার্কিং-এর রমরমা কারবার। আবার একইসঙ্গে হাওড়া পুরসভার এলাকা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ন জনবহুল এলাকায় অবৈধ ভাবে লাগানো হয়েছে হোডিং। অথচ এইখান থেকে হাওড়া পুরসভা কোন রাজস্ব পায় না। এর পাশাপাশি শহরের বিভিন্ন যায়গায় পুরসভার অনুমতি না নিয়ে অস্থায়ীরূপে ব্যাবসা করার কারনে জমছে আবর্জনা। পরে সেই আবর্জনাই ড্রেনে পড়ে গিয়ে প্লাবিত হচ্ছে এলাকা। এই সমস্ত সমস্যা মেটাতে এবং তার পাশাপাশি পুরসভার আয় বাড়াতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা। এই বিষয়ে আজ হাওড়ার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেন পুরসভার চেয়ারম্যান অরূপ রায়। 

{link}
দু-দশকেরও বেশী সময় ধরে হাওড়া ময়দান থেকে হাওড়া গার্লস কলেজ পর্যন্ত বঙ্কিম সেতুর দু-দিকে দাঁড়িয়ে থাকে বাস ও লড়ি। অবস্থা চরমে ওঠে প্রতি সোমবারের পাইকারি ও মঙ্গলবার মঙ্গলাহাটের দিনে। অবৈধ পার্কিং-এর কারনে অফিস টাইমের ব্যাস্ত সময়ে ব্যাপক জানজটে জড়িয়ে যায় হাওড়া শহর। 

{link}
পুরসভা এমন উদ্যোগ নিলেও বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে আসবে অনেক প্রতিবন্ধকতা। সব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে যদি নিয়মের বেড়াজালে সমস্যাগুলিকে বাঁধা যায়, তা হলে একদিকে মানুষ যেমন অপকৃত হবেন আবার একইসঙ্গে আর্থিকভাবে সমৃদ্ধ হবে হাওড়া পুরসভা।   
{ads}

arup roy tmc howrah howrah municipal corporation news west bengal India সংবাদ রাজনীতি

Last Updated :