header banner

ইতিহাসের পুনরাবৃত্তি, মমতার ন্যায় স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দুও

নিজস্ব সংবাদদাতাঃ গাড়ি করে যাচ্ছে শুভেন্দু, পিছনে স্লোগান, “চোর চোর চোট্টা, শিশির বাবুর ছেলেটা”। কলকাতার আশুতোষ কলেজের সামনের ঘটনা। যে ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল সংবাদমাধ্যম ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। কারন এই দৃশ্যের পরেই গাড়ি থেকে নেমে সোজা স্লোগান দিতে থাকা ছেলেদের দিকে তেড়ে যান শুভেন্দু। মেজাজ হারিয়ে ফেলেন রাজ্যের বিরোধী দলনেতা। 

{link}
ঠিক যেন ইতিহাসের পুনরাবৃত্তি। সত্যি ইতহাস নিজের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম। আজ শুভেন্দুকে দেখে মনে পড়ে যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনা কথা। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় এভাবেই জয় শ্রী রাম স্লোগান শুনে গাড়ি থেকে নেমে স্লোগান দিতে থাকা ছেলেদের দিকে তেড়ে যান মুখ্যমন্ত্রী। আজ একইভাবে মেজাজ হারালেন শুভেন্দুও। এমনকি শুভেন্দু শুধু স্লোগান দিতে থাকা ছেলেদের দিকে তেড়ে যাওয়াই নয়, ধাক্কা মেরেছেন পুলিশকেও। যা নিয়েই ইতিমধ্যেই রীতিমতো উত্তপ্ত রাজনৈতিক মহল। 

{link}
উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক নেতাদের মস্তিস্ক পূর্বে বলা হত, বা কার্যত মানুষের মধ্যে প্রচলিত ছিল তা নাকি বরফের মতো শীতল। তবে পরিস্থিতির কারনে যে সকলেই নিজেদের মেজাজ হারাতে পারেন, তা স্পষ্ট হল আবারও আজকের ঘটনায়। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তর্ক বিতর্ক। 
{ads}

news Suvendu Adhikari Mamata Banerjee Jay Shree Ram Slogan Asutosh Collage West Bengal শুভেন্দু অধিকারী রাজনীতি স্লোগান

Last Updated :