header banner

অতিমারীর উদ্বেগের মধ্যেই রোগী নিখোঁজ!

article banner

অতিমারীর উদ্বেগের মধ্যেই এবার রোগী নিখোঁজের ঘটনা ঘটলো। বেডে পড়ে রোগীর মোবাইল। এদিকে রোগী বেপাত্তা। বেমালুম বেপাত্তা হয়ে গিয়েছেন তিনি।  বিস্তর খোঁজাখুঁজির পরে রোগীর হদিশ মিলল বটে, তবে ততক্ষণে মারা গিয়েছেন ওই করোনা রোগী। জলপাইগুড়ির বিশ্ববাংলা কোভিড হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সরব মৃতের পরিবার। 

{link}


চাঞ্চল্যকর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, দিন কয়েক আগে জলপাইগুড়ির বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি হন জনৈক নুকুরু রায়। বছর বাষট্টির ওই ব্যক্তি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। জলপাইগুড়ির চালসার পূর্ব বাতাবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। প্রথমে তিনি ছিলেন চালসা সেফ হোমে। করোনা সংক্রমিত হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় ওই হাসপাতালে।  পরিবারের দাবি, নুকুরুর সঙ্গে দিন কয়েক আগে যোগাযোগ করার চেষ্টা করলেও, তিনি ফোন তোলেননি। পরিবারের সদস্যরা দ্রুত চলে আসেন জলপাইগুড়ির ওই হাসপাতালে। বেডে গিয়ে দেখেন, নুকুরু বেডে নেই। পড়ে রয়েছে তাঁর মোবাইল ফোনটি। শুরু হয় খোঁজাখুঁজি। অভিযোগ দায়ের করা হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। 

{ads}
 

Corona Virus Covid-19 Death West Bengal 16th May India সংবাদ করোনা ভাইরাস

Last Updated :