header banner

গোষ্ঠীদ্বন্দ্বের দায় চাপল দিলীপের ঘাড়ে!

article banner

আবারও তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দলীয় কর্মীদের ওপর হামলার ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যই দায়ী বলে দাবি। যিনি দোষারোপ করলেন, তিনি আর কেউ নন, স্বয়ং বিজেপি নেতা আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তীর। তারকেশ্বরের দত্তপুর এলাকার ঘটনা। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এলাকা শান্ত ছিল। কিন্তু রাজ্য সভাপতির এই মন্তব্যের কারণেই ফের অশান্ত হয়ে উঠছে এলাকা।  

{link}

রবিবার সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দত্তপুর এলাকা। ঘটনার সূত্রপাত বিজেপি কর্মী বিশ্বজিৎ কর্মকারের বাড়ির সীমানা ঘেরা নিয়ে। বিশ্বজিতের সঙ্গে বচসা শুরু হয় এলাকারই এক তৃণমূল কর্মীর। ঘটনায় লাগে রাজনীতির রং। শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ঘটনায় দুপক্ষের মিলিয়ে জখম হয়েছেন মোট চারজন। তাঁদের নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও, একজনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্বজিতের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁকে ও তাঁর বাবা-মাকে বেধড়ক মারধর করেছে।

{link}

প্রসঙ্গত, গত শনিবার আরামবাগে বিজেপির দলীয় বৈঠকে কর্মীরা অভিযোগ জানাতে গেলে দিলীপ তাঁদের উদ্দেশে বলেন, আপনারা বিজেপি করছেন কেন?  তৃণমূলে চলে যান! রাজ্য সভাপতির এই মন্তব্যের জেরেই এই আক্রমণ, দাবি গণেশের।

{link}

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের বুথ সভাপতি পলাশ লোহার বলেন, দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি থামাতে গেলে তৃণমূল কর্মীদের মারধর করে বিজেপি। তাতে দুই তৃণমূল কর্মী জখম হয়েছে। যা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই উঠে আসছে।   

{ads}
 

Dilip Ghosh Ganesh Chakraborty Trinamool BJP West Bengal 7th June India সংবাদ রাজনীতি

Last Updated :