header banner

পুজোগাইড উদ্বোধন, করোনা সুরক্ষাবিধির বার্তায় মন্ত্রী ফিরহাদ হাকিম

 

করোনা পরিস্থিতির আবহেও রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।এবছর পুজো একটু অন্যরকম হলেও রাজ্য সরকার যথাযথ ভাবে চেষ্টা করছেন যাতে সুরক্ষা মেনেই দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারেন।

        প্রতিবছরের মতই আজ কলকাতা পুরসভা থেকে দুর্গাপুজোর গাইড বুক ২০২০ উদ্বোধন করলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম, উপস্থিত ছিলেন তার সঙ্গে বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ।

বাংলার দুর্গাপুজো নিয়ে চলছে তড়িঘড়ি আয়োজন আর তারই মধ্যে বাংলার দুর্গাপুজো যাতে না হয় তার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।এই বিষয়ে জানতে চাইলে ফিরহাদ হাকিম জানান আইনের দরজা সবার জন্য খোলা, মামলা যে কেউ করতে পারে।কিন্তু দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব, তাই করোনার সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই এবছর পুজোর আয়োজন এর সার্বিক প্রচেষ্টা করা হচ্ছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তারা যেন কোভিড ১৯ এর সবরকম সুরক্ষাবিধি পালন করেন। সকলে যেন মাস্ক পড়েন এবং দূরত্ববিধি মেনে চলেন তবেই প্রত্যেকের স্বাস্থ্যসুরক্ষা বজায় থাকবে এবং দুর্গাপুজোর আয়োজনের ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব হবে।অন্যদিকে তিনি জানান পুজোর সময় আরও একটি অতিরিক্ত কামান কলকাতা কর্পোরেশন এর পক্ষ থেকে আনা হচ্ছে এবং পুজোর সময় আরও বেশী করে কলকাতা শহরের বিভিন্ন জায়গা জীবাণু মুক্ত করা হবে এছাড়াও তিনি বলেন পুজোর সময় কলকাতা কর্পোরেশন ও সমস্ত স্বাস্থ্য দপ্তর খোলা থাকবে, তাই সাধারণ মানুষকে এই বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবেনা।

durgapuja covid19 FirhadHakim kolkata westbengal

Last Updated :