header banner

সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আজকের মতো সাময়িক স্বস্তিতে পার্থ

article banner

নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সাময়িক স্বস্তিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এদিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে পার্থকে। 

{link}
আজ বিকেলে এসএসসি দুর্নিতি কেন্দ্রে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে কার্যত বাজ পড়ে রাজনৈতিক মহলে। মহামান্য আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় বিকেল সাড়ে ৫টার মধ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে সিবিআই-এর দপ্তরে। নির্দেশানুযাই আরও বলা হয়, কোন অবস্থাতেই কোনরকম অসুস্থতার কারন দেখিয়ে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না তিনি। প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় কে অ্যারেস্টও করতে পারে সিবিআই। 

{link}
সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থর আইনজীবীরা। সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। নির্দেশিকায় বলা হয়েছে, এসএসসি সংক্রান্ত যে সমস্ত মামলায় সিবিআই পদক্ষেপ করতে শুরু করেছিল, তার উপর আপাতত স্থগিতাদেশ দেওয়া হল। ফলে আপাতত বুধবার সকাল পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না সিবিআই। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, দুই এজলাসে একই মামলা একসঙ্গে চলতে পারে না। মামলার পরবর্তী শুনানি বুধবার সকাল সাড়ে দশটায়। যার ফলে এই সময়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 
{ads}

SSC Scam news Calcutta High Court Partha Chatterjee Education West Bengal সংবাদ

Last Updated :