header banner

.....উৎসবের নির্ঘন্ট.....

article banner

বঙ্গে নির্বাচন শুরু ২৭শে মার্চ। মোট আট দফায় হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচন। ভোটের মেয়াদ ৩০শে মে পর্যন্ত, ঘোষনা নির্বাচন কমিশনের। প্রকাশিত সমস্ত রকম নির্ঘন্ট, সব মিলিয়ে রাজ্যে বেজে গেল গনতন্ত্রের সর্ববৃহৎ উৎসবের দামামা।


মোট আট দফার মধ্যে প্রথম দফায় ২৭ শে মার্চ পুরুলিয়া, বাঁকুড়া প্রথম ভাগ, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। দ্বিতীয় দফায় বাঁকুড়া দ্বিতীয় ভাগ, পাশ্চিম মেদিনীপুর দ্বিতীয় ভাগ, দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম ভাগ, পূর্ব মেদিনীপুর দ্বিতীয় ভাগে ভোট হবে ১লা এপ্রিল। ৬ই এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে হাওড়া প্রথম ভাগ, হুগলী প্রথম ভাগ এবং দক্ষিন ২৪ পরগনার দ্বিতীয় ভাগে। চতুর্থ দফায় ১০ই এপ্রিল ভোট হবে  হাওড়া দ্বিতীয় ভাগ, দক্ষিণ ২৪ পরগনা তৃতীয় ভাগ, হুগলি দ্বিতীয় ভাগ, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিধানসভা কেন্দ্রগুলিতে। উত্তর ২৪ পরগনা প্রথম ভাগ, দার্জিলিং, নদিয়া প্রথম ভাগ, কলিম্পং, পূর্ব বর্ধমান প্রথম ভাগ এবং জলপাইগুড়িতে পঞ্চম দফায় ভোট হবে ১৭ই এপ্রিল। ষষ্ঠ দফায় ২২ শে এপ্রিল ভোট হবে উত্তর ২৪ পরগনা দ্বিতীয় ভাগ, নদীয়া দ্বিতীয় ভাগ, পূর্ব বর্ধমান দ্বিতীয় ভাগ এবং উত্তর দিনাজপুরে। সপ্তম দফায় ২২শে এপ্রিল দক্ষিন কলকাতা সহ নির্বাচন হবে মালদা প্রথম ভাগ, মুর্শিদাবাদ প্রথম ভাগ, পাশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে। অষ্টম এবং শেষ দফায় ২৯শে এপ্রিল ভোট হবে মালদা দ্বিতীয় ভাগ, মুর্শিদাবাদ দ্বিতীয় ভাগ, বিরভূম ও উত্তর কলকাতায়। 


শেষ বার পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল সাত দফায়, এবারে তার থেকে একটি দফা বৃদ্ধিপ্রাপ্ত হল। একুশের বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও মৃনালকান্তি দাস। এবারে বাংলায় বুথের সংখ্যা বেড়েছে ৩১.৬ শতাংশ। মোট ১ লক্ষ ১ হাজার ৯১৬ টি বুথে হবে ভোট। শেষ বারের বিধানসভা নির্বাচন, অর্থাৎ ২০১৬ সালে ভোট হয়েছিল মোট ৭৭ হাজার ৪১৩টি বুথে। ভোটের ফলাফল ঘোষনার দিন ২রা মে। 

চতুর্থ দফায় হবে হাওড়ার ভোট। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের ভোট হবে চতুর্থ দফায় হাওড়া শহরের সাথে। তৃতীয় দফায় ভোট হবে উলুবেড়িয়া উত্তর ও দক্ষিন, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়নপুর ও জগৎবল্লভপুরে। বাকি ৯ টি কেন্দ্র অর্থাৎ বালি, হাওড়া উত্তর, মধ্য হাওড়া, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব ও ডোমজুড়ের ভোট হবে চতুর্থ দফায়। 

{ads}
 

election Assembly Election 2021 Vote West Bengal Election Election Commission of India BJP TMC CPIM Congress Howrah West Bengal India News

Last Updated :