header banner

নিম্নচাপ ও পূর্নিমার ভরা কোটালে সুন্দরবনে প্লাবিত একাধিক উপকূলবর্তী এলাকা, জলমগ্ন বাড়ি

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালে জোড়া ফালায় প্লাবিত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার একাধিক এলাকা। নদীর জলে ডুবেছে একাধিক বাড়ি, জলের তলায় চলে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। নিম্নচাপের জেরে শনিবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় উপকূল তীরবর্তী এলাকা গুলিতে শুরু হয়েছে বৃষ্টি। সোমবারও বৃষ্টির দাপট চলছে উপকূল তীরবর্তী এলাকা গুলিতে। তার দোসর হয়েছে পূর্ণিমার ভরা কোটাল। পূর্ণিমার ভরা কোটালে জেরে দিশাহারা সুন্দরবনবাসী। রীতিমতো ভিটে মাটি হারানোর আশঙ্কা নিয়ে দিন কাটছে সাধারন মানুষের।

{link}
দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি মনি নদীর বাঁধ উপচে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ন এলাকা। নদীর নোনা জলে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। অন্যদিকে সুন্দরবনের কুলতলি, কাকদ্বীপ, সাগর, নামখানা সহ একাধিক জায়গায় নদী বাঁধ ছাপিয়ে গিয়েছে জল। গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণও জলমগ্ন। যার ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে পুণ্যার্থীরা সকলেই। পর্যটকদের ক্ষেত্রে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। উত্তাল সমুদ্র থাকার কারণে বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্র সৈকত থেকে অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে ব্লক প্রশাসন। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। 
{ads}

news low pressure Flood South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :